শাহবাগে সাইবার যুদ্ধ

    কা মোঃ না.................................. এতো দিন পর এই শ্লোগান কোই থ্যাইকা আইল। কোটি কোটি টাকা খরচ কইরা দেশের মানুষরে ঘুম পড়াই রাখছিলাম। এই শ্লোগান থেকে বাংলাদেশের মানুষকে দূরে সরাইয়া দিছিলাম। জয় বাংলা যেন যেন উচ্চারণ না হয় তার জন্য কত মন্ত্রী, প্রাধানমন্ত্রী প্রেসিডেন্ট বানাইলাম, এখনতো দেখি আমাগো বন্ধু রাষ্ট্রগুলার টাকা-পয়সা সুদে-আসলে ফিরত দিতে হইবো, ৪২ বছর রাজত্ব করার পর এইটা কি শুললাম।
বাংলাদেশের বুদ্ধিজীবি, আইনজীবি, রাজনৈতিক নেতা, কলমজীবি, শিল্পী কাদের না টাকা দিছি। বাঙালির বদলে বাংলাদেশি চালু কইরা দিছিলাম, জিন্দাবাদ শিখাইছি্লাম, রাজনৈতিক দলগুলারে জয় বাংলা শ্লোগান থাইক্যা দুরে রাখছিলাম। এখন আবার সেই জয় বাংলা।
সেই যে পাকিস্তানী মেলেটারিরা, ওরাও জয় বাংলা শ্লোগান শুনলে বাংঙ্কারের মধ্য লুকাইয়া থাকতো। কাটা মুরগীর মত ভয়ে কাপতো রাজাকার বাহিনীর। আমিও কয়েবার কাপড় ভিজাইয়া ফালাইছিলাম। হায় হায় এইটা কি হইল।

বিচারকঃ এইটা হলো Digital Revolution. MADE IN BANGLADESH
সমেবেত কন্ঠ
জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয় কোটি প্রান একাসাথে জেগেছে অন্ধরাতে
নতূন সূর্য ওঠার এইতো সময় জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Learning to Pray