ধন্য......
বাবা , তোমার সন্তান হতে পেরে আমি ধন্য......
আমি দেশের বাইরে পড়ালেখা করি বিধায় প্রতি মাসে বাবা আমার হাতখরচ বাবদ কছু ডলার দেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমায় পাঠান। কিন্তু , আজ বাবা আমায় ফোন করে বললেন যে, এবার টাকা পাঠাতে কিছু দেরী হবে। আর তার কারণ হল, তিনি চান না তার ছেলের খরচের টাকা দেশদ্রোহী কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসুক।
বাবার কথা শুনে আমি নিজে এতটাই আনন্দিত যে চোখের জল ধরে রাখতে পারিনি।
টাকাটা সময়মত না আসায় আমার হয়ত কিছুটা কষ্ট হবে, কিন্তু দেশেকে কলঙ্কমুক্ত
করার আন্দোলনে কিছু করতে পেরে আমি সত্যিই ধন্য।
আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারাও দেশদ্রোহী ওই জামাত-শিবির কে ও তাদের সকল প্রতিষ্ঠানকে ত্যাগ করুন।
-শোভন সিংহ,
নিংবো মেড়িকেল ইউনিভার্সিটি, চীন।
আমি দেশের বাইরে পড়ালেখা করি বিধায় প্রতি মাসে বাবা আমার হাতখরচ বাবদ কছু ডলার দেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমায় পাঠান। কিন্তু , আজ বাবা আমায় ফোন করে বললেন যে, এবার টাকা পাঠাতে কিছু দেরী হবে। আর তার কারণ হল, তিনি চান না তার ছেলের খরচের টাকা দেশদ্রোহী কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসুক।
বাবার কথা শুনে আমি নিজে এতটাই আনন্দিত যে চোখের জল ধরে রাখতে পারিনি।
টাকাটা সময়মত না আসায় আমার হয়ত কিছুটা কষ্ট হবে, কিন্তু দেশেকে কলঙ্কমুক্ত
করার আন্দোলনে কিছু করতে পেরে আমি সত্যিই ধন্য।
আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারাও দেশদ্রোহী ওই জামাত-শিবির কে ও তাদের সকল প্রতিষ্ঠানকে ত্যাগ করুন।
-শোভন সিংহ,
নিংবো মেড়িকেল ইউনিভার্সিটি, চীন।
Comments
Post a Comment