Arif Jebtik
- Get link
- X
- Other Apps
https://www.facebook.com/karimmufte
ওরা বলবে: পত্রিকা-টিভি চ্যানেলের বিরুদ্ধে কথা বলে ফ্যাসিবাদ শুরু হয়েছে।
আপনি বলুন : হ ভাই, এই চর্চা শুরু হইছে ৭১ সালে। তখন তো মুক্তিযোদ্ধারা
আইসা পাকিদের রেডিও স্টেশন আর পত্রিকায় বোমা মারত, এই জেনারেশনের গুলা এখনও
স্লোগান দিয়া যাচ্ছে-পুরা ফ্যাসিবাদী হইতে পারে নাই।
ওরা বলবে: সবদলের যুদ্ধাপরাধীদের বিচার চাই, খালি জামায়াতের না।
আপনি বলুন : হ ভাই। যাঁরা একাত্তরে খুন, ধর্ষন, রাহাজানি, লুন্ঠনে নেতৃত্ব
দিয়েছে আর উৎসাহিত করেছে তাদের সবার বিচার চাই। যেগুলো এই কাজে সরাসরি
জড়তি হওয়ার প্রমান এখনই হাতে আছে, আসেন সেগুলার ফাঁসিটা নগদে শেষ করি।
বাকিগুলারও প্রমান নিয়া রেডি হন, খুন, ধর্ষন, রাহাজানি, লুন্ঠনে জড়িত
প্রমান পাওয়া মাত্র ঝুলানোর আন্দোলনে এদের নাম যুক্ত করার দাবি জানাই। আমরা
রাজাকারের বিচার চাই, কে কোন দলে এইটা দেখার টাইম নাই।
ওরা বলবে : দেশের অন্যান্য সমস্যার কথা আন্দোলনে বলতে হবে।
আপনি বলুন : আগে আপনি আমাদের কথায় সায় দেন কী না ক্লিয়ার করেন। আপনি কি বলতে পারবেন, ক তে কাদের মোল্লা-তুই রাজাকার, তুই রাজাকার।
আপনি কি শাহবাগে আইসা বলবেন, 'নিজামী-কাদের মোল্লা ভাই ভাই/ এক দড়িতে
ফাঁসি চাই।' আপনি আগে দেশের রাজাকার সমস্যা নিয়া স্লোগান শুরু করেন, আপনি
আগে নিজেরে ক্লিয়ার করেন, তারপর অন্য কথা শুনাইয়েন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment