প্রজন্ম চত্ত্বর
শহীদ জননী ঘুমাতে গেলেন
দেশদ্রোহী মামলা ঘাড়ে;
একাত্তরের ঘাতকের গাড়িতে
জাতীয় পতাকা উড়ে।
কত ভাইয়ের রগ কেটে নিল
কতজন গেল মরে;
দুআঙুল উঁচিয়ে বিজয় দেখায়
কসাই রাজাকারে।
কতবার আমি দুঃখ সয়েছি,
কতবার ফুসেছি রাগে,
সব বেদনা বয়ে এনেছি
মানুষের শাহবাগে।
শহীদের ঋণ, মায়ের অপমান
বয়ে নিয়ে অন্তরে;
আসো বন্ধু জবাব দেই আজ
প্রজন্ম চত্ত্বরে।
দেশদ্রোহী মামলা ঘাড়ে;
একাত্তরের ঘাতকের গাড়িতে
জাতীয় পতাকা উড়ে।
কত ভাইয়ের রগ কেটে নিল
কতজন গেল মরে;
দুআঙুল উঁচিয়ে বিজয় দেখায়
কসাই রাজাকারে।
কতবার আমি দুঃখ সয়েছি,
কতবার ফুসেছি রাগে,
সব বেদনা বয়ে এনেছি
মানুষের শাহবাগে।
শহীদের ঋণ, মায়ের অপমান
বয়ে নিয়ে অন্তরে;
আসো বন্ধু জবাব দেই আজ
প্রজন্ম চত্ত্বরে।
Comments
Post a Comment