থাক এই প্রশ্ন
- Get link
- X
- Other Apps
তোমাকে আমি ছেড়েছি
না তুমি ছেড়েছ আমাকে ?
থাক এই প্রশ্ন জানা
অজানা হয়ে থাক ।
তোমাকে ছেড়ে আসার পর
কষ্টরা অনেক আপন হয়েছে ,
ওরা অনেক হিংসে করতো
তোমার আমার ভালবাসা দেখে ।
তারপর ও বলি অনেক সুখে আছি ,
গভীর রাতে যখন তোমার চেহারা
ভেসে ওঠে এই বুকে তখন
সারা রাত জেগে কাটাই ।
খুব জানতে ইচ্ছে করে
আমাকে ছেড়ে তুমি কি সুখে আছো ,
বিষণ্ণ হলে কি সিগারেট বেশি খাও ?
অহ ! ভুলে গিয়েছিলাম
তুমি তো সিগারেট খাও না
তাহলে কি করে পারো ভুলে থাকতে ?
নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর দিয়েছে ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment