জামাত আর ইসলাম দুইটা দুই মেরুর ব্যাপার

একটা সময় ছিল যখন মানুষ অন্যের কথা ভালো না লাগলে যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করত(যাকে আমরা এখন বিতর্ক বলি)। গ্রীকদেরকে ধন্যবাদ দিতে হয় এ ধারাটির উন্নয়ন ঘটানোর জন্য। অবশ্য এ ধারার প্রচলন এখনও থাকলেও মনে হচ্ছে এর প্রয়োগক্ষেত্র অনেকাংশেই কমে গেছে। ছোটরা বড়দের সাথে এ কাজটি করলে বড়ররা তাদেরকে থামায় বেয়াদব বলে, আর সাধারণ মানুষ এ কাজটি বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে করলে সেই শক্তি তাদেরকে থামায় রাষ্ট্রদ্রোহীতার মামলা দিয়ে। কিন্তু কোনভাবেই কেন জানি তাদের মুখ বন্ধ করা যাচ্ছিল না(উদাহরণসরুপ বলা যায় বঙ্গবন্ধু, Nelson Mendella কিংবা Che Guevara'র নাম)। আর তাই জামাত শিবির আসলো সম্পূর্ণ নতুন এক সমাধান নিয়ে। আর তা হল যাকে নিয়ে মাথাব্যাথা তারই মাথা কেটে ফেলে দেয়া। মাঝখান দিয়ে victim হয়ে সারা বিশ্বে ইসলামের নাম ডুবে (যদিও জামাত আর ইসলাম দুইটা দুই মেরুর ব্যাপার)। আসলে জামাতকে রাজনীতি করতে দেয়াই ছিল সবচেয়ে বড় ভুল, দেশ আর ধর্ম দুটাকেই ডুবাচ্ছে এরা।
[গতদুইদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রাজীব হত্যার খবর পর্যালোচনা করে মনে হল তারা সবাই এর জন্য মূলত ইসলামকেই দায়ী করছে। তাই আমার এই post এর অবতারণা]

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Learning to Pray