কে কার ঘোষক ?
- Get link
- X
- Other Apps
লালন
ফকিরকে কারা ধর্মবিরোধী আখ্যা দিয়েছিল? কারা তার মূর্তি ভেঙ্গেছিল? কারা
রবীন্দ্রনাথকে মালাউন কবি ঘোষণা দিয়েছিল? কারা নজরুলকে কাফের ঘোষণা
দিয়েছিল? কারা ১৪ ডিসেম্বর তালিকা করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? কারা
আরজ আলী মাতুব্বরকে কমিউনিস্ট হবার অপরাধে আদালতে দাড় করিয়েছিল? কারা আহমদ
শরীফকে মুরতাদ ঘোষনা করেছিল? কারা শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের
ইমাম বলেছিল? কারা তসলিমা নাসরিনকে দেশছাড়া করেছিল? কারা শামসুর রাহমানকে
আক্রমন করেছিল? কারা হুমায়ুন আজাদকে কুপিয়েছিল? কারা কবীর চৌধুরী, শাহরিয়ার
কবিদের প্রকাশ্যে হুমকি দিয়েছিল? কারা মুহাম্মদ জাফর ইকবালকে হুমকি দিয়ে
যাচ্ছে? কারা গতমাসে আমাকে প্রায় মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌছে দিয়েছিল? কারা
সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে লেখার কারণে থাবা বাবা ওরফে
ব্লগার রাজিবকে জবাই করেছে? কারা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রগ কাটে? কারা
বোমা মারে? কারা চাপাতির আক্রমন করে? কারা মুক্তবুদ্ধির চর্চাকে,
বাক-স্বাধীনতাকে ভয় করে? কারা মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং ধর্মভিত্তিক
রাজনীতির পক্ষে দাঁড়িয়ে প্রকাশ্যে "বাঙলা হবে আফগান, আমরা হব তালেবান"
স্লোগান দেয়?
উত্তর আমরা সকলেই জানি। কিন্তু আমরা ভীত, আমরা
আতংকিত, আমরা বলতে ভয় পাই। যারা সাহস করে বলতে যাবে তাদেরকেই হত্যা করা
হবে, জবাই করা হবে। আর ধর্মের নামে সেই সকল জবাই জায়েজ করা হবে। কি
আশ্চর্য, মানুষকে জবাই করা হচ্ছে, জবাই করা হচ্ছে এক একজন তরতাজা তরুণকে,
এক একজন চিন্তাশীল মননশীল মানুষকে! মানুষের কী একটু মানবতাবোধ থাকতে নেই?
একজন মানুষকে আরেকজন মানুষ কীভাবে জবাই করে? এই জবাই করার শিক্ষা তারা
কোথায় পাচ্ছে? এর প্রেরণা কোথা থেকে নিচ্ছে? তারা ধর্মের নামে ব্যবসা করছে,
তারা ধর্মের নামে রাজনীতি করছে, তারা ধর্মের নামে মানুষ হত্যা করছে, জবাই
করছে প্রকাশ্যে! আমরা যেই আদর্শে দেশ স্বাধীন করেছিলাম, সেই আদর্শ
প্রতিষ্ঠা করতে আজও রক্ত হতে হচ্ছে, আজও আমাদের হত্যা করা হচ্ছে। আমাদের আর
কত রক্ত দিতে হবে? আর কত রক্ত দিলে ধর্মভিত্তিক রাজনীতির কালো সাপকে দুধ
কলা দিয়ে পেলে পুষে বড় করা বন্ধ হবে? আর কত রক্ত দিলে সাম্প্রদায়িক রাজনীতি
নিষিদ্ধ হবে? আর কত রক্ত চাই, আর কত লাশ চাই?
- আসিফ মহিউদ্দীন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment