গতকাল
আমার এক আইনজীবি বন্ধু উত্তেজিত হয়ে ফোন করল, 'দোস্ত, আমারদেশ পত্রিকায় তো
তোমারে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে খবর ছাপিয়েছে। একটা মানহানির মামলা করে দাও,
আমরা আছি।'
আমি হেসে বললাম, 'যে পত্রিকা আমাদের পবিত্র ক্বাবা শরীফের
গিলাফ চড়ানোর ছবিকে নিজেদের স্বার্থে জামাতের প্রতি ক্বাবার আলেমদের সমর্থন
হিসেবে বিকৃত করে খবর প্রকাশ করতে পারে, তাঁদের কাছ থেকে তুমি আর কী আশা
করতে পারো? যারা নিজস্বার্থে ক্বাবাশরীফ নিয়ে মিথ্যাচার করতে কুণ্ঠিত হয়
না, তাঁদের হাতে সাধারন মানুষের বিষয়ে মিথ্যাচার নিয়ে চিন্তার কিছু নাই।
একাত্তরে এরাই কাফির মারার কথা বলে লক্ষ মানুষকে হত্যা করেছে, এখনও তারা
কাফির মারার মিশনেই আছে। একাত্তরেও তাদেরকে আমাদের পূর্বপুরুষরা গুনে নাই,
এখনও গোনার দরকার নাই।'
By
Arif Jebtik
Comments
Post a Comment