কফিন ছুঁয়ে আমৃত্যু আন্দোলনের শপথ
- Get link
- X
- Other Apps
কফিন ছুঁয়ে আমৃত্যু আন্দোলনের শপথ
ব্লগার আহমেদ রাজীব হায়দারের কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে প্রজন্ম চত্বরের প্রতিবাদী জনতা।
জানাজার আগে কফিন ছুঁয়ে এই শপথ করা হয়। এসময় লাখো জনতা বজ্রমুষ্টি ঊর্ধ্বে ধরে শপথ পাঠ করেন।
‘আমরা কফিন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত
সংগ্রাম চালিয়ে যাবো। মৃত্যুর আগ পযর্ন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
যতোদিন পর্যন্ত সব রাজাকারের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা
না হবে ততোদিন আমাদের আন্দোলন চলবে।’
জয় বাংলা
জয় মানুষ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment