ফুল দিতে যাচ্ছিলাম
- Get link
- X
- Other Apps
ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর---
¤রফিক -- কই যাও?
¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল দিতে।
¤সালাম -- ফুল দিয়ে কি হবে?
¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ
করা হল। আপনাদের আত্মা শান্তি পাবে।
¤বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
¤ আমি -- জি…না, মানে…
¤রফিক -- হুমম, প্রতি বছর কত
টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?
¤ আমি -- জি, কোটি টাকার উপরে।
¤শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে?
¤সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ?
¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?
¤বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। -তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?
¤শফিউর -- বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের
মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের
ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।
(মনটা খারাপ হয়ে গেল। বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাবো না।) :(
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment