প্রজম্ম চত্বর
মহানবী কখনোই ইসলাম ধর্ম বা তাঁর
বিরুদ্ধাচারীদের কুপিয়ে হত্যা করেন নি। কাউকে জোর করেন নি ইসলাম ধর্ম গ্রহন
করতে। বরং তাঁর শত্রুদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষমা করেছেন।
মহানবীর মহানুভবতায় মুগ্ধ হয়েই বরং সবাই ইসলাম ধর্ম গ্রহন করেছে। পৃথিবীর
অনেক মানুষের মাঝে কেউ নাস্তিক বা অন্য ধর্মের। নাস্তিকদের বা অন্য ধর্মের
মানুষদের হত্যা করার কথা তো মহানবী কোনদিন বলেন নি। তিনি তাদেরকে কোমল ও
নম্র ভাষায় যুক্তি দিয়ে ইসলামের দাওয়াত
দিয়েছিলেন। ব্লগার রাজীব হায়দার নাস্তিক ছিলেন। তিনি ধর্ম নিয়ে স্যাটায়ার
করেছেন বিভিন্ন ব্লগে। তাকে কুপিয়ে হত্যা করেছে ধর্ম ব্যাবসায়ী জামায়াত
শিবিরের কুত্তারা। তাদের উদ্দেশ্য কখনোই ধর্মের পক্ষে হতে পারে না। হ্যাঁ,
কুত্তাদের উদ্দেশ্য আন্দোলনকারীদের বিভক্ত করা। কুত্তারা মনে রাখিস,
ব্রিটিশদের ডিভাইডিং রুলের কথা আমরা এখন জানি। আমরা অবশ্যই তোদের চেয়ে
এগিয়ে। পারবি না আমাদের বিভক্ত করতে। তোরা পারবি পেছন দিকে ছুরি মারতে।
মার, কয়জনকে মারবি। আজ আমরা অনেক। এই দেশ থেকে তোদের ঝেঁটিয়ে বিদায় না করে
আমরা থামবো না। এই দেশ আমাদের, তোদের না।
জয় বাংলা...
জয় মানুষ.........
জয় বাংলা...
জয় মানুষ.........
Comments
Post a Comment