১৯৭১ সালের এপ্রিল মাস
সত্য ঘটনা। ১৯৭১ সালের এপ্রিল মাস। সিলেটের
বাসিয়া নদীর ধারে দুইভাই তাহিদ আর অহিদ বাড়ির গরুর জন্য ঘাস কাটছিলেন।
এলাকাটি তখনও মুক্ত রয়েছে, পাকি সেনা বাহিনী পৌঁছায়নি। এসময় নদী দিয়ে
যাচ্ছিল একদল তরুণের একটি নৌকা, তাঁরা যুদ্ধে যাচ্ছিলেন। তাহিদ তাঁর ভাইকে
বললেন, 'চল, আমরা দুইজনও যাই।' অহিদ বললেন, 'দাঁড়া, এত্তোগুলা ঘাস কেটেছি,
বাড়িতে দিয়া আসি।' নৌকার লোকজন বলল, 'দেরি হয়ে যাবে, যাবা তো এখনই আসো।'
কিন্তু অহিদ বললেন, ' না , না, দেরি হবে না, এই যাব আর আসব।' অহিদের ফিরতে দেরি হলো, নৌকায় করে তাহিদ চলে গেলেন।
১৯৭১ সালের ডিসেম্বরের গোড়াতে সিলেট শহর মুক্ত করে প্রথম যে ৪জন যোদ্ধা মাছিমপুরে পা রাখেন, বীরযোদ্ধা তাহিদ তাঁদের একজন। তিনি এখনও তৃপ্তি নিয়ে বেঁচে আছেন।
এখন ২০১৩ সাল।
কেউ দেখছে মুক্তির সূর্য আর কেউ দেখছে গরুর ঘাস। আপনি কি শাহবাগে আছেন নাকি এখনও গরুর ঘাস বাড়িতে পৌঁছানোটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন? ইতিহাসের কোন অংশে থাকবেন আপনি?? সিদ্ধান্ত আপনার।
১৯৭১ সালের ডিসেম্বরের গোড়াতে সিলেট শহর মুক্ত করে প্রথম যে ৪জন যোদ্ধা মাছিমপুরে পা রাখেন, বীরযোদ্ধা তাহিদ তাঁদের একজন। তিনি এখনও তৃপ্তি নিয়ে বেঁচে আছেন।
এখন ২০১৩ সাল।
কেউ দেখছে মুক্তির সূর্য আর কেউ দেখছে গরুর ঘাস। আপনি কি শাহবাগে আছেন নাকি এখনও গরুর ঘাস বাড়িতে পৌঁছানোটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন? ইতিহাসের কোন অংশে থাকবেন আপনি?? সিদ্ধান্ত আপনার।
Comments
Post a Comment