হাসুন ১৭

এবার আরো দ্বিগুণ করুন আপনার কম্পিউটার এর গতি ছোট একটি সফটওয়্যার দিয়ে

আসসালামু আলাইকুম। বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের নিকট হাজির হলাম ছোট একটা জটিল সফটওয়্যার নিয়ে। যে সফটওয়্যার ব্যবহার করে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কম্পিউটার এর স্পিড সেই নতুন কম্পিউটার এর মত হয়ে যাবে। এই সফটওয়্যার ব্যবহার করা অনেক সহজ তাই আপনাদের মাথা ঘামিয়ে আগে শিখতে হবে না। আমার মতে সফটওয়্যার টি বেশ কাজের।

কি কি কাজ করে এই সফটওয়্যার দিয়েঃ

অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা রেজিস্ট্রি পরিষ্কার করা ও ডিফ্রাগমেন্ট করা প্রতিটি ড্রাইভ চেক করা ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা ইন্সটল করা আছে এমন সফটওয়্যার এ যদি সমস্যা থেকে সেটা ঠিক করা হাডওয়্যার এর ছোট খাট সমস্যা ঠিক করা। নেটওয়ার্ক স্পিড আপ করা সিস্টেম সিকুরিটি ঠিক আছে কিনা সেটা রিপোর্ট করা ব্যক্তিগত সিকুরিটি সম্বন্ধে রিপোর্ট করা সহ আরও অনেক কিছু।

এবার চলুন দেখে নেই এই সফটওয়্যার টি যেভাবে ব্যবহার করবেনঃ

সফটওয়্যার টি সেটআপ করার পর ওপেন হলে নিচের চিত্রের মত আপনার পিসিকে চেক করবে।

এবার স্ক্যান শেষ হলে নিচের ছবির মত ওপেন হবে এবং সেখানে Fix Now বাটনে ক্লিক করুন।

এবার নিচের ছবির মত আসলে সেখানে Continue বাটনে ক্লিক করুন।

এবার নিচের ছবির মত করে আপনার পিসি ক্লিন ও সমস্যা দূর করবে। হয়তো ২ থেকে ৫ মিনিট সময় লাগতে পারে।

এবার হয়তো আপনার কম্পিউটার রিস্টার্ট করতে চাইবে রিস্টার্ট করুন। কম্পিউটার রিস্টার্ট করার পর দেখুন আগের তুলনাই অনেক ফাস্ট হয়েছে।

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Learning to Pray