আপনাকে-ই বলছি

আপনাকে বলছি। জ্বী আপনাকে-ই বলছি। শাহবাগে আজ আপনাকে দেখলাম। বন্ধুদের নিয়ে পাবলিক লাইব্রেরীর সামনে দাঁড়িয়ে বিড়ি ফুকছিলেন। মাথায় আজ পতাকা বেধে এসেছিলেন। ভীড়ের জন্য আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে বাড়ি গিয়ে এখন বিভিন্ন পেইজের স্ট্যাটাস শেয়ার দিচ্ছেন। বুঝতে পারছেন না কাল শাহবাগ গিয়ে আমি কি করব? ভাই...আপনার দায়িত্বটা বুইঝা লন। আপনার আশেপাশের মানুষগুলারে জাগায় তুলেন। ঘরের ভেতর থেকে শুরু করেন। চায়ের দোকানে দাড়াইয়া পাশে দাড়ানো রিকশাওয়ালা ভাইটারে বুঝান। উনি এখনও বোঝেন নাই এত শোরগোলের দরকার কি? জামাতের মতোন একখান আল্লাহ-নবীর দলরে ক্যান বাদ দিতে হইব? বুঝাইয়া কন ক্যামনে কইরা আম্লীগ-বিনপি তাগোরে মুখে ফিডার দিয়া পাইলা পুইশা তাগড়া করসে। বাইর হইয়া পড়েন আপনার ছোট্ট গ্রুপটারে নিয়া। ছুইটা যান মশাল হাতে অন্ধকারে থাকা ধর্মভীরু গ্রামের মানুষগুলারে আলো দিতে। নিরাপদ টিউবওয়েলের মত বাড়ি বাড়ি গিয়া সবুজ রঙ দিয়া লেইখা আসেন প্রজন্মের স্লোগান। শাহবাগ জেগে থাকবে আপনার ফেরার প্রতীক্ষায়।


জয় বাংলা
জয় মানুষ

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Arduino Sound Sensor Module / Sound Sensor with arduino Code