টেস্ট
ম্যাচের শেষ সেশনে ৩৫ ওভারে ২৬৮ রান মামু বাড়ির মোয়া না। আবার ৩৫ ওভারে
এমন ফ্ল্যাট উইকেটে ১০ উইকেট তুলে নেওয়াও কঠিন কাজ। বাংলাদেশের সামনে এখন
দুই তিনটা অপশন আছে। প্রথমে ২-৩ উইকেট পড়ে যাওয়া পর্যন্ত মাইরা খেলা। আর
নইলে জিতার জন্য প্রথম থেকে ২৬৮ রান না হওয়া পর্যন্ত মাইরা খেলা।
তবে সবচেয়ে কঠিন এবং যুক্তিযুক্ত অপশন হলো ৩০ ওভার খেলে কাটায় দেয়া। তাইলে
ম্যাচ ড্র। বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে আগের ১২ ম্যাচের ১০টা হারছে। ২টা
ড্র, তাও বৃষ্টির(Rain) কারণে (ঐ দুই ম্যাচে ২-৩দিন কোনও খেলাই হয় নাই
বৃষ্টির জন্য)। তাই এই ম্যাচে এখনো পর্যন্ত ভালো খেলে হেরে যাওয়ার মানে
নাই। সুন্দর ব্যাটিং করে ড্র নিয়ে ফেরত আসতে পারলেই জয়ের মতো হবে সেটা।
Comments
Post a Comment