সত্যি তাই
সময়ের সাথে সবকিছুই বদলে যায়
হৃদয়ের গভীরতম আবেগ, অনুভূতি, এমনকি
প্রিয় মানুষের জন্য ভালোবাসাটুকু ও ....
হ্যা,
সত্যি তাই
তবু কিছু ভালোলাগা
থেকে যায়,
হয়তো কিছুটা মলিন হয়
এখানে ওখানে কিছু ধুলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায়
কিন্তু,
বিলীন হয়না
হুমায়ূন আহমেদের একনিষ্ঠ ভক্তই কেবল ছিলাম না,
তাকে অন্ধের মত অনুসরণ ও করতাম।
১৫-১৬ বছরের কোনো কিশোরী রাত ২টা ৩টায় ছাদে যেতে পারেনা,
ঘোর অমাবস্যা কিংবা পূর্ণিমা -যাই হোক না কেন।
কিন্তু আমি গিয়েছি।
জোছনার ফুল ধরার চেষ্টা করেছি, অনেকবার।
বলাই বাহুল্য, পারিনি।
আশপাশের ছাদের মানুষের দৃষ্টি অগ্রাহ্য করে তুমুল বৃষ্টিতে ভিজেছি
বহুবার।
সর্দি লেগেছে, মা'র বকুনী খেয়েছি
তবু বাদ দেইনি।
আপনার অনুপস্থিতি অনুভব করি স্যার ,
অসম্ভব রকম অনুভব করি।
হয়তো প্রতি সেকেন্ডে নয়,
কিন্তু প্রতিদিন
অন্তত একবার তো করিই....
ভালোবাসা আসলে খুব ঠুনকো
কাউকে চিরতরে বেঁধে রাখতে পারেনা
শত চাইলে ও না।
ওপারে কি বাদল দিনে ঝমঝমিয়ে বৃষ্টি নামে?
বরষার প্রথম কদম ফুটে ?
পূর্ণিমা হয় ?
জোছনার ফুল হাত বাড়িয়ে ধরেন ?
নিশ্চয় ,
ধরে ফেলেছেন।
ভালো থাকুন, স্যার
ভুলিনি,
ভুলতে পারবোনা
আপনি আজীবনই থাকবেন,
হৃদয়পটে..............
হৃদয়ের গভীরতম আবেগ, অনুভূতি, এমনকি
প্রিয় মানুষের জন্য ভালোবাসাটুকু ও ....
হ্যা,
সত্যি তাই
তবু কিছু ভালোলাগা
থেকে যায়,
হয়তো কিছুটা মলিন হয়
এখানে ওখানে কিছু ধুলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায়
কিন্তু,
বিলীন হয়না
হুমায়ূন আহমেদের একনিষ্ঠ ভক্তই কেবল ছিলাম না,
তাকে অন্ধের মত অনুসরণ ও করতাম।
১৫-১৬ বছরের কোনো কিশোরী রাত ২টা ৩টায় ছাদে যেতে পারেনা,
ঘোর অমাবস্যা কিংবা পূর্ণিমা -যাই হোক না কেন।
কিন্তু আমি গিয়েছি।
জোছনার ফুল ধরার চেষ্টা করেছি, অনেকবার।
বলাই বাহুল্য, পারিনি।
আশপাশের ছাদের মানুষের দৃষ্টি অগ্রাহ্য করে তুমুল বৃষ্টিতে ভিজেছি
বহুবার।
সর্দি লেগেছে, মা'র বকুনী খেয়েছি
তবু বাদ দেইনি।
আপনার অনুপস্থিতি অনুভব করি স্যার ,
অসম্ভব রকম অনুভব করি।
হয়তো প্রতি সেকেন্ডে নয়,
কিন্তু প্রতিদিন
অন্তত একবার তো করিই....
ভালোবাসা আসলে খুব ঠুনকো
কাউকে চিরতরে বেঁধে রাখতে পারেনা
শত চাইলে ও না।
ওপারে কি বাদল দিনে ঝমঝমিয়ে বৃষ্টি নামে?
বরষার প্রথম কদম ফুটে ?
পূর্ণিমা হয় ?
জোছনার ফুল হাত বাড়িয়ে ধরেন ?
নিশ্চয় ,
ধরে ফেলেছেন।
ভালো থাকুন, স্যার
ভুলিনি,
ভুলতে পারবোনা
আপনি আজীবনই থাকবেন,
হৃদয়পটে..............
Comments
Post a Comment