মেঘলা দিনে
- Get link
- X
- Other Apps
মেঘলা দিনে খালি বাইর হইতে মনে চায়,মনে হয় বাইর হইলে ভালো লাগবো।কিন্তু বাইর হইলে আর ভালো লাগেনা।কড়া রোদের চাইতে আমার মেঘলা দিনই পছন্দ,কিন্তু শর্ত হলো বৃষ্টি হতে পারবেনা।এইসব মেঘলা দিনে মনে হয় যে আমার জীবনের অনেকটুকু সময় আমি পার করে এসেছি,নিজেরে একটু বুইড়া বুইড়া লাগে।যদিও ব্যাপারটা আমার খারাপ লাগেনা।যেই জিনিসটা সবচেয়ে বেশী প্যারা দেয় সেইটা হইলো জীবনে তো কিছুই করতে পারলাম না।নিজেরে মনে হয় সবচেয়ে বেশী পশ্চাতদেশে বাঁশ খাওয়া মানুষ।অনেক ধরনের চিন্তাই আসে।কিন্তু হুমায়ূন আহমেদ এর একটা কথা ভাল্লাগসে।উনার জোছনা রাতে মনে হাহাকার সৃষ্টি হয়।আর আমার ঐডা সৃষ্টি হয় এই মেঘলা দিনে। -_-
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment