যেদিন

হয়তো সেই দিন আর খুব বেশী দূরে নয়
যেদিন এই হাজারো কোলাহল , ব্যস্ততা আমায়
বিদায় দিবে চিরতরে ।
দূর পরবাসের এক নক্ষত্র হয়ে আমি আকাশের বুকে
ভেসে থাকবো , হয়তো সেদিনও তুমি ভাববে না ,
খুঁজবে না কোলাহল থেকে হারিয়ে যাওয়া এই আমাকে ।
শূন্যতা তোমায় স্পর্শ করবে না ।
কাঁদবে না তোমার হৃদয় ,
ভুল করেও ভাববে না একজন হারিয়ে গেছে
যার সমস্ত হৃদয় জুড়ে তুমি ছিলে ।
যে না পাওয়ার এক তীব্র যন্ত্রণা বুকে পোষে
পাড়ি জমিয়েছে না ফেরার দেশে ।
হয়তো তখন আর কোন একজন তোমাকে
ভেবে নির্ঘুম রাত পোহাবে না ,
কেউ একজন কাছে পেয়ে হারানোর কষ্টে
তার চোখে জাল আনবে না ,
ভালোই হবে তাই না ??
কোন একজনের ফিরে পাওয়ার স্বপ্ন গুলো
শেষ হবে , মলিন হৃদয় টা আর নতুন আবেগে ভাসবে না ,
হয়তো সেই দিন আর বেশী দূরে নয়
যেদিন সত্যিই তোমাকে আর কেউ ভাবাবে না ,
মন উজাড় করে একজন আর তোমায়
ভালবাসতে পারবে না ,
যার না বলা অনেক কথা রয়ে যাবে নিজের কাছেই ,
থেকে যাবে তোমার জানার অন্তুরালেই ।
তবুও জানি না কেন এত কষ্টের পরও
তোমায় ভালোবাসি , এ হৃদয়ের
সব টুকু দিয়ে আজও ভালোবাসি ।।

হয়তো আর কোনদিন আমার না বলা কথা গুলো তোমায় বলা হবে না , আর তুমিও বোঝে নিবে না এ হৃদয়ের না বলা কথা গুলো ...

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Arduino Sound Sensor Module / Sound Sensor with arduino Code