রতিটি শিশুর হাসিই সুন্দর
- Get link
- X
- Other Apps
আচ্ছা এটা কি খেয়াল করে দেখেছ...প্রতিটি শিশুর হাসিই সুন্দর...যখন তারা হাসে চারপাশ আলোকিত হয় উঠে...কিন্তু যতই আমরা বড় হতে থাকি...সেই সুন্দর হাসিটা কোথায় জানি ধিরে ধিরে হারায় যায়...আসলে আমারা অনেক পাপ করিতো... আত্মার ক্ষয় করে ফেলি...তবে কিছু মানুষ আছে যাদের আত্মার ক্ষয় হয় না...তাদের হাসিতে চারপাশ আলোকিত হয় উঠে...এইসব মানুষদের স্বানিধ্যে থাকলে ক্ষয়ে যাওয়া আত্মার কিছু পূরণ হয়...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment