আমাদের মা
গল্প: মা কেমন ১
কতো গল্প মাকে নিয়ে!কতো কাহিনী, কতো ছড়া কবিতা, কতো ভষায়! মাকে নিয়ে লেখা রুশ লেখক ইভান তুর্গিয়েনেফ (নামটা সঠিক বলছি তো?) এর অসাধারন গল্পটির কথা মনে পড়ছে। একটি কিশোর তার মাকে খুব ভালবাসে। পৃথিবীতে তা চোখে সবচে সুন্দর হচ্ছে তার মা। সবচে রূপসী হচ্ছে তার মা। মাকে জড়িয়ে ধরে কিশোর ছেলেটি বলে- মাগো, তোমার জন্য আমি সব পারি। মা বলেন-পাগল লছেলে!
কিশরটি একদিন তুরুন হলো। তরুনটির সঙ্গে একদিন দেখা হলো ঝকঝকে এক তরুনীর। অনিন্দসুন্দর সেই তরুনীর প্রেমে পড়লো সে।
তরুনীর সামনে হাটুগেড়ে বসলো সেই তরুন। তারপর নিবেদন করল তার প্রেম তোমার জন্য আমি সব পারি। তুমি চাইলে প্রথিবীর সবকিছু আমি এনে দিতে পারি তোমার জন্য সবকিছু।
তরুনী জিজ্ঞেস করলো-সব সবকিছু?
হ্যা, সবকিছু। তুমি চাইলে পৃথিবীতে এমন কিছু নেই যে আমি এনে দিতে পারবোনা।
তাহলে যাও, তোমার মায়ের হ্রৎপিন্ডটা নিয়ে এসো আমার জন্য।
ছুটতে ছুটতে তরুনটি গেল তার মায়ের কাছে। মাকে হত্যা করে মায়ের হ্রৎপিন্ডটা ছিড়ে নিয়ে ঝটিতি সে ছুটতে লাগলো সেই তরুনীর বাড়ির দিকে।
তরুনীর বাড়িতে ঢুকতে যাবার মুখে তাড়াহুড়োয় দরজায় ধাক্কাখেল তরুনটি।মায়ের হ্রৎপিন্ডটা সে সময় বলে উঠলো-খোকা তোর লাগেনি তো?
এই হচ্ছে মা...... আমাদের মা......
কতো গল্প মাকে নিয়ে!কতো কাহিনী, কতো ছড়া কবিতা, কতো ভষায়! মাকে নিয়ে লেখা রুশ লেখক ইভান তুর্গিয়েনেফ (নামটা সঠিক বলছি তো?) এর অসাধারন গল্পটির কথা মনে পড়ছে। একটি কিশোর তার মাকে খুব ভালবাসে। পৃথিবীতে তা চোখে সবচে সুন্দর হচ্ছে তার মা। সবচে রূপসী হচ্ছে তার মা। মাকে জড়িয়ে ধরে কিশোর ছেলেটি বলে- মাগো, তোমার জন্য আমি সব পারি। মা বলেন-পাগল লছেলে!
কিশরটি একদিন তুরুন হলো। তরুনটির সঙ্গে একদিন দেখা হলো ঝকঝকে এক তরুনীর। অনিন্দসুন্দর সেই তরুনীর প্রেমে পড়লো সে।
তরুনীর সামনে হাটুগেড়ে বসলো সেই তরুন। তারপর নিবেদন করল তার প্রেম তোমার জন্য আমি সব পারি। তুমি চাইলে প্রথিবীর সবকিছু আমি এনে দিতে পারি তোমার জন্য সবকিছু।
তরুনী জিজ্ঞেস করলো-সব সবকিছু?
হ্যা, সবকিছু। তুমি চাইলে পৃথিবীতে এমন কিছু নেই যে আমি এনে দিতে পারবোনা।
তাহলে যাও, তোমার মায়ের হ্রৎপিন্ডটা নিয়ে এসো আমার জন্য।
ছুটতে ছুটতে তরুনটি গেল তার মায়ের কাছে। মাকে হত্যা করে মায়ের হ্রৎপিন্ডটা ছিড়ে নিয়ে ঝটিতি সে ছুটতে লাগলো সেই তরুনীর বাড়ির দিকে।
তরুনীর বাড়িতে ঢুকতে যাবার মুখে তাড়াহুড়োয় দরজায় ধাক্কাখেল তরুনটি।মায়ের হ্রৎপিন্ডটা সে সময় বলে উঠলো-খোকা তোর লাগেনি তো?
এই হচ্ছে মা...... আমাদের মা......
Comments
Post a Comment