"আপনাদের
মতে, সরকার দুর্নীতিবাজ ... সরকার কিচ্ছু করে না ... সরকার চোর ... সরকার
স্বৈরাচারী ... সরকার আপনাদের কোন দাবী মানে না ... সরকার আপনাদের সবাইরে
ধরে নিয়ে জেলে আটকায়ে রাখে ...সরকার মহাদোষী ... সরকার খারাপ ...
তাই শুধু হরতাল হরতাল আর হরতাল !!
সব বুঝলাম ... সরকারের উপরে এত্ত রাগ, সরকারের উপরেই ঝাড়েন ...
গাড়িতে আগুন দেন কেন ?? ...
বাসে আগুন দেন কেন ??
বাসের ঐ খেটে খাওয়া ড্রাইভার বা কমবয়সী ঐ কনডাকটর ছেলেটা কী দোষ করছে ??
সারাদিন চাকরি করে বাসে করে ঘরে ফেরা মানূষটা কী দোষ করছে ??
হরতালের দিন যেই সিএনজিওয়ালার সিএনজি টা ভেঙ্গে দিলেন, উল্টায়ে দিলেন, সেই লোকটা আপনাদের কী ক্ষতি করছে ??
যেই এসএসসি দেয়া ছেলেটা রাজনীতির কিছু বোঝে না, কোন দল করে না, তার পরীক্ষাটা এইভাবে নষ্ট করে কী লাভটা হচ্ছে ??
গার্মেন্টেসের ঐ মেয়েটা যে আজকে হরতালের জন্য বেতন পাচ্ছে না, না খেয়ে থাকতেছে, সে আপনাদের কী করছে ??
আমি দুই দলকেই বলতেছি ... আর কত ?? ... এইভাবে যুগের পর যুগ একজন আরেকজনের দোষ দিয়ে আর কত "আমাদের" মারবেন ??
বিশ্বাস করেন, এমন একটা দিন আসবে, যেদিন এইসব ভুক্তভোগী মানুষগুলার চোখের জল সব একত্র হয়ে একটা বিশাল সমুদ্র হবে ...
ঐ সমুদ্রে আপনারা সব ডুবে ডুবে মরবেন ... একদম তলিয়ে যাবেন ... বিশ্বাস করেন ...
ঐ দিন আর বেশি দূরে না !!" >:(
Comments
Post a Comment