এক বছর পর

ব্রেকআপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন করল ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হল কেননা এক বছরের মধ্যে ছেলেটি কোন দিন মেয়েটিকে ফোন দেইনি বরং মেয়েটি ফোন করলে তাকে যা নয় তা বলে অপমান করত যাই হোক
মেয়েটি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করল............

ছেলেঃ হ্যালো
মেয়েঃ হা বল কি বলবা কেন ফোন করেছ
ছেলেঃ তুমি কেমন আছো জানার জন্য
মেয়েঃ কেন আমি কেমন আছি তা জেনে তুমি কি করবে
ছেলেঃ বলনা খুব জানতে ইচ্ছা করছে
মেয়েঃ কেমন আছি বলতে পারব না তবে এইটুকু
বলতে পারি তোমার জন্য এখন আর চোখের জল ঝরে না, মাঝরাতে তোমার কথা ভেবে এখন আর ঘুম ভাঙ্গে না, তোমার জন্য বুকের ভিতর সেই চিনচিনে ব্যাথাটা এখন আর অনুভব করিনা,
তোমাকে ছাড়া একা একা পথ চলতে এখন আর ভয়
লাগে না আর এর নাম যদি হয় ভালো থাকা তবে ভালো আছি তোমাকে ছাড়াই আমি ভাল আছি।
ছেলেঃ ও তাই ঠিক আছে ভালো থেকো। এই কথা বলে ছেলেটি লাইনটা কেটে দিল।
ছেলেটি লাইন কাটার সাথে সাথে মেয়েটির দুচোখ
বেঁয়ে জল ঝরতে লাগল যা প্রতিরোধ করা গেল
না বা প্রতিরোধ করতে চাইল না সে।মেয়েটি তখন
মনে মনে বলল তুমি এখনও আগের মতই আছো আগে যেমন আমার মুখের কথা বিশ্বাস করতে আমার মনের কথা বুজতে না ঠিক এখন তুমি আমার মুখের কথাই বিশ্বাস করলে একটি বারও বুঝতে পারলে না আমার মনের কথা।আমি ভালো নেই
তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না,কারন
তুমিই হলে আমার ভালো থাকার মাধ্যম ♥

Comments

Popular posts from this blog

Learning to Pray

Arduino and MQ 2 gas sensor