এক হরতালের দিনে
- Get link
- X
- Other Apps
এক
হরতালের দিনে আমি দরজা বন্ধ করে একটা ছোট গল্প লিখে ফেললাম। নাম “গন্ধ” ।
লেখা শেষ করে নিজে পড়লাম। আমার পাশের রুমে থাকতেন আনিস সাবেত। তাঁকে পড়তে
দিলাম। তিনি বললেন, গল্পের নাম “গন্ধ” না দিয়ে “দুর্গন্ধ” দিলে ভালো হতো।
গল্প থেকে দুর্গন্ধ আসছে।
গল্প ছিঁড়ে কুটিকুটি করে কেমিস্ট্রিতে মন দিলাম।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment