লুকোচুরি আর কিছু অনুভূতী...
লুকোচুরি আর কিছু অনুভূতী...
bye
কি ব্যাপার! এত জলদি সেল ফোন এ কল আসবে!!!চিন্তাও করতে পারিনি...ফেইসবুকে তাকে নাম্বারটা মাএইতো দিলাম...স্বভাবতো ছেলেরা একটু পার্টমারে কিন্তু এটাতো দেখি অন্য কেইস......আবার সেল ফোনটা কাঁপছে !!! উফ...যন্রনা..!! কেন যে স্টুপিডটাকে নাম্বার দিতে গেলাম! কলটা রিসিভ করেই ফেলল মায়াবতী কিন্তু জানেনা কেন...অপাস থেকে বলে উঠল :হ্যালো এটাকি মায়াবতীর নাম্বার? ঠিক তখনি মায়াবতীর মাথায় একটা বুদ্বি আসল...মায়াবতী : নাতো ! এটাতো মায়াবতী আপুর নাম্বার না...এটা মৌ এর নাম্বার...স্টুপিড : কি!!! আপনি কে? মায়াবতী : আমি মৌ... মায়াবতী আপু আমার কলেজে পড়ে..কিন্তু আপনি তাকে কেমনে চিনেন? স্টুপিড : অটা নাহয় আপনার আপুর থেকে জেনে নিয়েন....লাইনটা কেটে গেল...মায়াবতী এতক্ষন কথা বলে অনেক মজা পাচ্ছিল...এই প্রথম সে কাউকে বোকা বানাতে সক্ষম হল...নিজেকে এখন তার বোকা বানানোর প্রতিযোগিতায় এওআর্ড দিতে ইচ্ছে হল...স্টুপিডের সাথে মায়াবতীর ফেইসবুকে একটা ফ্রেন্ডর মত সর্ম্পক হয়েছিল...কোন এক অজানা ইচছায় সে স্টুপিডকে নাম্বারটা দিয়ে দেয়....উফ স্টুপিডটা আবার কল করছে!! কিন্তু কেন? আমিতো মৌ হিসেবে পরিচয় দিয়েছিলাম তাকে...হুম..বুঝছি..সব ছেলেরাই একই রকম...সুন্দর কন্ঠ শুনলে লাইন মারতে চায়... মায়াবতী.. : আপনি আবার কেন কল করছেন!বলছিনা আমি মায়াবতী না...অও বুঝছি এখন নিশ্চই বলবেন মায়াবতীর থেকে মিষ্টি আমার কন্ঠ তার কিছুদিন পর বলবেন তার থেকে দেখতেও আমি সুন্দর...ইত্যাদি...অপাস থেকে পরাজিত সৈনিকের কন্ঠে বলে উঠল : তারপরও যদি কখনো আপনার আপুকে রাজি করিয়ে নাম্বারটা দিতে পারেন তাহলে আমার অনেক উপকার হবে....মায়াবতী অবাক হয়ে গেল বাস্তবতায় ফিরে এসে বলল :আপুটা যা রাগি...মনে হয়না দিবে কিন্তু আমি চেষ্টা করে দেখবো ভাইয়া...স্টুপিড: ধন্যবাদ আপু ...লম্বা দীর্ঘশ্বাস তারপর লাইনটা কেটে গেল...নিজেকে এখন তার দুনিয়ার সব থেকে বুদ্বিমতীদের মধ্যে একজন মনে হল... সবাই আমাকে বলে আমি নাকি বোকা আমিও দেখিয়ে দিয়েছি যে আমিও চালাক হতে পারি...কিছুক্ষন পর ফেইসবুকে মেসেজ আসলো মেসেজটা দেখে মায়াবতীর মনটা একটু খারাপ হয়ে গেল...ধুর..স্টুপিডটাকে মিথ্যা বলে আমিকি বড় ভুল করলাম...আবার চিন্তা করতে লাগল ...মোবাইলটা হাতে নিয়ে চতুর্থ বারের মত সে মেসেজটা পড়তে লাগল......"মায়াবতী আমি তোমার থেকে নাম্বারটা চেয়েছিলাম তুমি আমাকে নাম্বার নাই দিতা কিন্তু আমার সাথে এভাতে চিট করবা তা আমি তোমার থেকে আশা করিনি"...মায়াবতী বুঝতে পারছিল না যে সে কি রিপলাই দিবে ...অনেক মনযোগ সহকারে চিন্তা করার পর সে ঠিক করল সত্যিটা বলে দিবে...রাত 2:30...মায়াবতী এখনো তাকে সত্যটা বলবে কিনা তা নিয়ে কনফিউসড...আমি এত চিন্তা পরীক্ষার সময়েও করিনা যতটা এখন করছি..! আর পারবনা., অ আমার কে হয়? যে আমি ওর জন্য এত চিন্তা করে আমার এত সুন্দর চুলগুলা সাদা করে ফেলব! হাহ...মোবাইলটা নিয়ে স্টুপিডকে মেসেজ লিখল মায়াবতী...কিন্তু এত চিন্তা করে সে মাএ দুইটা লাইন লিখতে পারল...কিন্তু অপাস থেকে কোন প্রতিউওর আসলোনা ....ঘুম এর ঘোরে মায়াবতী মোবাইলটা বেছে উঠার শব্দ পেল....মোবাইলটা রিসিভ করে কানে নিলো ....হ্যালো কে? স্টুপিড: আপনার বুদ্ধিতে পরাজিত এক সৈনিক....হঠাত্ করে সব ঘুম মায়াবতীর চোখ থেকে পালিয়ে উধাও....আর হেসে উঠল মায়াবতী....তাহলে স্বীকার করলাতো যে আমি অনেক বুদ্বীমতী? খুবতো ফেইসবুকে বলতা যে আমি নাকি ইননোসেন্ট একটা মেয়ে...তো এখন কি বুঝলা? স্টুপিড: এখন বুঝলাম তুমি আসলেই একটা চালাক বেকুবনি....মায়াবতী: যাও ভাগো ....পিন মারবানা...স্টুপিড: পিন কোথায় মারলাম! আমিতো সেইফটি পিন মারতেছি!...একথায় দুজনই হেসে উঠল:-)
(লাইক ♥ কমেন্ট ♥ শেয়ার)
bye
স্বপ্নচারীনি বিথী
কি ব্যাপার! এত জলদি সেল ফোন এ কল আসবে!!!চিন্তাও করতে পারিনি...ফেইসবুকে তাকে নাম্বারটা মাএইতো দিলাম...স্বভাবতো ছেলেরা একটু পার্টমারে কিন্তু এটাতো দেখি অন্য কেইস......আবার সেল ফোনটা কাঁপছে !!! উফ...যন্রনা..!! কেন যে স্টুপিডটাকে নাম্বার দিতে গেলাম! কলটা রিসিভ করেই ফেলল মায়াবতী কিন্তু জানেনা কেন...অপাস থেকে বলে উঠল :হ্যালো এটাকি মায়াবতীর নাম্বার? ঠিক তখনি মায়াবতীর মাথায় একটা বুদ্বি আসল...মায়াবতী : নাতো ! এটাতো মায়াবতী আপুর নাম্বার না...এটা মৌ এর নাম্বার...স্টুপিড : কি!!! আপনি কে? মায়াবতী : আমি মৌ... মায়াবতী আপু আমার কলেজে পড়ে..কিন্তু আপনি তাকে কেমনে চিনেন? স্টুপিড : অটা নাহয় আপনার আপুর থেকে জেনে নিয়েন....লাইনটা কেটে গেল...মায়াবতী এতক্ষন কথা বলে অনেক মজা পাচ্ছিল...এই প্রথম সে কাউকে বোকা বানাতে সক্ষম হল...নিজেকে এখন তার বোকা বানানোর প্রতিযোগিতায় এওআর্ড দিতে ইচ্ছে হল...স্টুপিডের সাথে মায়াবতীর ফেইসবুকে একটা ফ্রেন্ডর মত সর্ম্পক হয়েছিল...কোন এক অজানা ইচছায় সে স্টুপিডকে নাম্বারটা দিয়ে দেয়....উফ স্টুপিডটা আবার কল করছে!! কিন্তু কেন? আমিতো মৌ হিসেবে পরিচয় দিয়েছিলাম তাকে...হুম..বুঝছি..সব ছেলেরাই একই রকম...সুন্দর কন্ঠ শুনলে লাইন মারতে চায়... মায়াবতী.. : আপনি আবার কেন কল করছেন!বলছিনা আমি মায়াবতী না...অও বুঝছি এখন নিশ্চই বলবেন মায়াবতীর থেকে মিষ্টি আমার কন্ঠ তার কিছুদিন পর বলবেন তার থেকে দেখতেও আমি সুন্দর...ইত্যাদি...অপাস থেকে পরাজিত সৈনিকের কন্ঠে বলে উঠল : তারপরও যদি কখনো আপনার আপুকে রাজি করিয়ে নাম্বারটা দিতে পারেন তাহলে আমার অনেক উপকার হবে....মায়াবতী অবাক হয়ে গেল বাস্তবতায় ফিরে এসে বলল :আপুটা যা রাগি...মনে হয়না দিবে কিন্তু আমি চেষ্টা করে দেখবো ভাইয়া...স্টুপিড: ধন্যবাদ আপু ...লম্বা দীর্ঘশ্বাস তারপর লাইনটা কেটে গেল...নিজেকে এখন তার দুনিয়ার সব থেকে বুদ্বিমতীদের মধ্যে একজন মনে হল... সবাই আমাকে বলে আমি নাকি বোকা আমিও দেখিয়ে দিয়েছি যে আমিও চালাক হতে পারি...কিছুক্ষন পর ফেইসবুকে মেসেজ আসলো মেসেজটা দেখে মায়াবতীর মনটা একটু খারাপ হয়ে গেল...ধুর..স্টুপিডটাকে মিথ্যা বলে আমিকি বড় ভুল করলাম...আবার চিন্তা করতে লাগল ...মোবাইলটা হাতে নিয়ে চতুর্থ বারের মত সে মেসেজটা পড়তে লাগল......"মায়াবতী আমি তোমার থেকে নাম্বারটা চেয়েছিলাম তুমি আমাকে নাম্বার নাই দিতা কিন্তু আমার সাথে এভাতে চিট করবা তা আমি তোমার থেকে আশা করিনি"...মায়াবতী বুঝতে পারছিল না যে সে কি রিপলাই দিবে ...অনেক মনযোগ সহকারে চিন্তা করার পর সে ঠিক করল সত্যিটা বলে দিবে...রাত 2:30...মায়াবতী এখনো তাকে সত্যটা বলবে কিনা তা নিয়ে কনফিউসড...আমি এত চিন্তা পরীক্ষার সময়েও করিনা যতটা এখন করছি..! আর পারবনা., অ আমার কে হয়? যে আমি ওর জন্য এত চিন্তা করে আমার এত সুন্দর চুলগুলা সাদা করে ফেলব! হাহ...মোবাইলটা নিয়ে স্টুপিডকে মেসেজ লিখল মায়াবতী...কিন্তু এত চিন্তা করে সে মাএ দুইটা লাইন লিখতে পারল...কিন্তু অপাস থেকে কোন প্রতিউওর আসলোনা ....ঘুম এর ঘোরে মায়াবতী মোবাইলটা বেছে উঠার শব্দ পেল....মোবাইলটা রিসিভ করে কানে নিলো ....হ্যালো কে? স্টুপিড: আপনার বুদ্ধিতে পরাজিত এক সৈনিক....হঠাত্ করে সব ঘুম মায়াবতীর চোখ থেকে পালিয়ে উধাও....আর হেসে উঠল মায়াবতী....তাহলে স্বীকার করলাতো যে আমি অনেক বুদ্বীমতী? খুবতো ফেইসবুকে বলতা যে আমি নাকি ইননোসেন্ট একটা মেয়ে...তো এখন কি বুঝলা? স্টুপিড: এখন বুঝলাম তুমি আসলেই একটা চালাক বেকুবনি....মায়াবতী: যাও ভাগো ....পিন মারবানা...স্টুপিড: পিন কোথায় মারলাম! আমিতো সেইফটি পিন মারতেছি!...একথায় দুজনই হেসে উঠল:-)
(লাইক ♥ কমেন্ট ♥ শেয়ার)

Comments
Post a Comment