আদিবাসী অধিকার আন্দোলন

☀☀☀☀☀☀☀☀
ভাতৃঘাতি বিষ, সেতেলারের আগুন, জলপাইয়ের নিক্ষিপ্ত কার্তুজের পোড়া ক্ষত নিয়ে বাঁচা পুরনো বিপ্লবী নতুন অল্পবয়সী তরুণ সবাইচায় জুম্ম জাতীয়তাবাদের আগুন জ্বলে উঠুক ছড়াক সবার প্রাণে। আলোকবর্তিকা হাতে এগিয়ে নেয়ার হাল ধরতে হবে তরুণদেরই, জরাগ্রস্থ উগুদো মানসিকতার বুড়োদের দিকে হাঁ করে তাকিয়ে থাকার মানসিকতা ছেড়ে তারুণ্য ভাবুক তার সমাজ নিয়ে। বুড়োরা শুধু খুক খুক কাশবে আর সেই আদার ব্যাপারীর মত হালকার উপর ঝাপসা নীতিতে চলবে। এদের চিন্তাচেতনা আটকে থাকে আর তাদের উপর নির্ভর হলে সমাজের অগ্রগতিও সেশন জট খাবে! তারুন্যের পথ কোন দলমতে আটকায় না, তারুণ্য সদা এগিয়ে চলে প্রগতির পথে। তরুণরা এসো হাল ধরো এগিয়ে নিয়ে যাও সমাজটাকে...

Comments

Popular posts from this blog

Learning to Pray

Arduino and MQ 2 gas sensor