চাঁন্দে সাঈদী

গ্রামের আনপড় মানুষ চাঁন্দে সাঈদী দেখলে আমরা তাঁদের বুদ্ধিমত্তা নিয়ে হাসাহাসি করি। ভাবি, এরকম অবাস্তব কথা ভাবে কেমনে?
অথচ আমরা আশা করি সাদেক হোসেন খোকা জয়বাংলাকে প্রাসঙ্গিক বলবে, প্রথম আলো ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার বিজ্ঞাপন ফিরিয়ে দেবে, ফরহাদ মজহারের বোধোদয় হবে, বিএনপি জামায়াতের সঙ্গে গাঁটছড়া বাঁধবে না, আওয়ামী লীগ আঁতাতের চেষ্টা করবে না! কা'মন ম্যান, আমি আপনি এসব তুঘলকি আশাবাদ বজায় রাখতে পারলে, মাঝরাতের ঘুমঘুম চোখে কেউ যদি অন্যের মোবাইলে ফটোশপ করা চাঁন্দী (চাঁদ+সাঈদী) দেখে-তাহলে তারে নিয়ে হাসাহাসি করতে পারেন না।

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Arduino Sound Sensor Module / Sound Sensor with arduino Code