বৃষ্টি ও মেঘমালা - হুমায়ূন আহমেদ
- Get link
- X
- Other Apps
“কোন
এক আষাঢ় সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে।হাসান বৃষ্টিতে ভিজতে ভিজতে কদম
বনে ঘুরে বেরাবে।সে খুঁজে বেড়াবে তার প্রিয় মুখদের।যেহেতু দ্বীপের নাম
মায়াদ্বীপ কাজেই খুঁজলেই সব প্রিয়জনদের সেখানে পাওয়া যাবে। তাদের খুব কাছে
যাওয়া যাবে না।কিন্তু তাদের পায়ের শব্দ পাওয়া যাবে। প্রিয় পদরেখা দেখা
যাবে। শোনা যাবে তাদের চাপা হাসি।হাসান যখন ডাকবে-বাবা অন্তু তুমি কোথায়
গো? তখন কোনও কদম গাছের আড়াল থেকে অন্তু বলবে,আমি এখানে।"
.....................বৃষ্টি ও মেঘমালা - হুমায়ূন আহমেদ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment