আমার স্বপ্ন
আমার স্বপ্ন
একটা ছোট্ট ঘর বানিয়েছি সমুদ্র তীরে ,
যেখানে গড়বো আমরা আমাদের সুখের রাজ্য,
যেখানে প্রতিটা ভোর দেখব একসাথে,
যেখানে প্রতিটা সন্ধ্যা হবে তোমার কাঁধে মাথা রেখে রক্তিম
আকাশে তাকিয়ে।
জানি হয়তো পাবোনা তোমায় , দেখবনা তোমার চোখে আমায়,
ভাসবোনা তোমার ভাবনাই আর।
তবু জেনে রেখো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি কেবলি তোমায়....
একটা ছোট্ট ঘর বানিয়েছি সমুদ্র তীরে ,
যেখানে গড়বো আমরা আমাদের সুখের রাজ্য,
যেখানে প্রতিটা ভোর দেখব একসাথে,
যেখানে প্রতিটা সন্ধ্যা হবে তোমার কাঁধে মাথা রেখে রক্তিম
আকাশে তাকিয়ে।
জানি হয়তো পাবোনা তোমায় , দেখবনা তোমার চোখে আমায়,
ভাসবোনা তোমার ভাবনাই আর।
তবু জেনে রেখো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি কেবলি তোমায়....
Comments
Post a Comment