রূপকথা
রূপকথা ! জানি তুমি আজ বড্ড একা । তুমি যে দিন
ভোর বেলা ক্যামেলিয়া হাতে কুয়াশার মাঝ হতে হঠাত্ করে ভেসে উঠেছিলে ,
বিশ্বাস কর আমি সে দিন একটুও চমকাই নি । তবে হ্যাঁ সে দিন আমি খুশি
হয়েছিলাম । বেশী খুশি হয়েছিলাম তোমার গেজো দাঁতের মুচকি হাঁসি
তে.............
.
.
.
.
.
.
তুমি আমার জন্য ভেবো না । তুমি ভেবো না , তুমি চলে গেছো বলে আমি আজ অসহাহ । আমি আজ আসহায় নয় বরং আমি আগের চেয়ে ভালোই আছি । কারন তুমি তো চলে গেছো তোমার সুখের জন্য । তুমি সুখে থাকবে জেনে ও , বলো আমি কি করে কষ্টে থাকি । আমি ভালো ছিলাম , ভালো নেই......
.
.
.
.
ভয় পেয়ো না মজা করলাম আমি ভালো আছি , আর ভ্যবিষতে ও ভালো থাক.........
ভালো থেকো রূপকথা তুমি ভালো থেকো ,
ভালো লাগা রূপকথা তুমি ,
ভালোবাসার রূপকথা ............
ইতি,
"সুহাস"
.
.
.
.
.
.
তুমি আমার জন্য ভেবো না । তুমি ভেবো না , তুমি চলে গেছো বলে আমি আজ অসহাহ । আমি আজ আসহায় নয় বরং আমি আগের চেয়ে ভালোই আছি । কারন তুমি তো চলে গেছো তোমার সুখের জন্য । তুমি সুখে থাকবে জেনে ও , বলো আমি কি করে কষ্টে থাকি । আমি ভালো ছিলাম , ভালো নেই......
.
.
.
.
ভয় পেয়ো না মজা করলাম আমি ভালো আছি , আর ভ্যবিষতে ও ভালো থাক.........
ভালো থেকো রূপকথা তুমি ভালো থেকো ,
ভালো লাগা রূপকথা তুমি ,
ভালোবাসার রূপকথা ............
ইতি,
"সুহাস"
Comments
Post a Comment