গার্লফ্রেন্ডকে কল করলাম

গার্লফ্রেন্ডকে কল করলাম ওর ভাই রিসিভ করলো ৷

এবার কথোপকথোন>>
আমি>>হ্যালো....

ভাই>>হ্যালো কে বলছেন?
ছেলেমানুষের কন্ঠশুনে বিব্রতবোধকরলাম।
একটু বুদ্ধি করে বললাম।

আমি>>ওওও তাহলে আপনার সাথেই ও কথা বলে।

ভাই>>মানে?ও কে?

আমি>>ও মানে ন্যাকামি হচ্ছে?আমার ছোট বোন।

ভাই>>কি বলছেন এসব?এটা আমার ছোট বোনের নাম্বার।ও এই নাম্বারে অনেক কথা বলে তাই আজ মোবাইলটা আমিরাখছি দেখি কে কল দেয়।

আমি>>ওওও।আপনার কেইস আর আমার কেইস একি।এটা মায়ের নাম্বার।ও মোবাইল নিয়ে কিছুদিন হলো এই নাম্বারে ডায়াল করছে।

ভাই>>হুমম।ওরা বোধ হয় বন্ধু।আর আমরা কি ভেবেছি।

আমি>>হুমম।এখন কিন্তু আমারাও বন্ধু।

এভাবেই অনেক কথা।ভাইটা ভুলেই গেলো আমি কিসের জন্য কল করছিলাম।

                                                                                    **** মুফতি****

Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Arduino Sound Sensor Module / Sound Sensor with arduino Code