নেই কোন অভিমান
তোমার উপর আমার কোন রাগ নেই, নেই কোন অভিমান।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, নয় সারাজীবন একের অপর হয়ে থাকা,
ভালোবাসা মানে ভালোবাসা মানুষটির ভালো চাওয়া। আর তাই তোমাকে হারিয়ে ও তোমার ভালই চেয়েছি।
ভেবোনা তোমায় ভুলে গেছি, ভেবোনা আমায় স্বার্থপর।
আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি আর সারাজীবন ভালোবাসবো।
তুমি আজো আমার হৃদয়ে আছো। তোমার সুখই আমার সুখ!!!
সুখী হও এই কামনাই করি বিধাতার কাছে ।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, নয় সারাজীবন একের অপর হয়ে থাকা,
ভালোবাসা মানে ভালোবাসা মানুষটির ভালো চাওয়া। আর তাই তোমাকে হারিয়ে ও তোমার ভালই চেয়েছি।
ভেবোনা তোমায় ভুলে গেছি, ভেবোনা আমায় স্বার্থপর।
আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি আর সারাজীবন ভালোবাসবো।
তুমি আজো আমার হৃদয়ে আছো। তোমার সুখই আমার সুখ!!!
সুখী হও এই কামনাই করি বিধাতার কাছে ।

Comments
Post a Comment