এই অলস দুপুরে
- Get link
- X
- Other Apps
এই অলস দুপুরে,
বসে আছি একা!
এক নির্জীব কোণে
ক্লান্ত আমি!
মনটা উন্মাদের মত লাগছে
আমাকে গ্রাস করেছে
কিছু পুরনো স্মৃতি
আর একাকিত্ব!
মাঝে মাঝে ইচ্ছে হয় পাড়ি দিতে
কোন এক দূর অজানায়
আকাশে উড়তে ইচ্ছে হয়
মুক্ত বিহঙের মত।
হঠাৎ পিছন ফিরে দেখি
কিছু মায়াময় স্মৃতি
বেদনার ঝড় হয়ে আমাকে আগলে রেখেছে!
পথ চলার অতীত
আমায় বুকে জড়িয়ে রেখেছে
স্মৃতিগুলোর সাথে আমি ম্রিয়মান!!!
এই অলস দুপুরে,
বসে আছি একা!
এক নির্জীব কোণে
ক্লান্ত আমি!
মনটা উন্মাদের মত লাগছে
আমাকে গ্রাস করেছে
কিছু পুরনো স্মৃতি
আর একাকিত্ব!
মাঝে মাঝে ইচ্ছে হয় পাড়ি দিতে
কোন এক দূর অজানায়
আকাশে উড়তে ইচ্ছে হয়
মুক্ত বিহঙের মত।
হঠাৎ পিছন ফিরে দেখি
কিছু মায়াময় স্মৃতি
বেদনার ঝড় হয়ে আমাকে আগলে রেখেছে!
পথ চলার অতীত
আমায় বুকে জড়িয়ে রেখেছে
স্মৃতিগুলোর সাথে আমি ম্রিয়মান!!!
বসে আছি একা!
এক নির্জীব কোণে
ক্লান্ত আমি!
মনটা উন্মাদের মত লাগছে
আমাকে গ্রাস করেছে
কিছু পুরনো স্মৃতি
আর একাকিত্ব!
মাঝে মাঝে ইচ্ছে হয় পাড়ি দিতে
কোন এক দূর অজানায়
আকাশে উড়তে ইচ্ছে হয়
মুক্ত বিহঙের মত।
হঠাৎ পিছন ফিরে দেখি
কিছু মায়াময় স্মৃতি
বেদনার ঝড় হয়ে আমাকে আগলে রেখেছে!
পথ চলার অতীত
আমায় বুকে জড়িয়ে রেখেছে
স্মৃতিগুলোর সাথে আমি ম্রিয়মান!!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment