তোমার আমার ঠিকানা... পদ্মা মেঘনা যমুনা...

অফিসে আসার সময় পরীবাগ হয়ে আসতে হয়, আজ পরীবাগে আসতে আসতে দেখলাম একটা শ্লোগানমুখর বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে, সেই জনস্রোতে মিশে দিক পালটে রওয়ানা দিলাম শাহবাগের দিকে, কন্ঠে নিলাম সেই দৃপ্ত শ্লোগান... তোমার আমার ঠিকানা... পদ্মা মেঘনা যমুনা...
অসম্ভব সুন্দর এই আবহাওয়ায় ভেসে ফিরে যাচ্ছিলাম সেই বাহান্নে যেখানে এমন মুগ্ধ ফাল্গুনে হাসিমুখে ভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের পূর্বসূরীরা, মনে হচ্ছিলো আমিও তাদের কেউ, আমার নাম সালাম, বরকত, রফিক, জব্বার কিংবা শফিউল... গা'য়ে কাঁটা দিয়ে ওঠে দাঁড়িয়ে যাওয়া রোমগুলোকে সাথে থাকা কলিগকে দেখালাম... চোখের কোণে জমে ওঠা অশ্রু দেখাইনি, গোপন করেছি...
বাহান্ন, ঊনসত্তর কিংবা একাত্তর দেখিনি, আমি দেখেছি ২০১৩... এই ২০১৩ না আসলে টেরও পেতাম না এই দেশটা কে এতো ভালবাসি... আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি... প্রাণের প্রিয় মা'গো... বড় বেশী ভালবাসি...

অফিসে আসার সময় পরীবাগ হয়ে আসতে হয়, আজ পরীবাগে আসতে আসতে দেখলাম একটা শ্লোগানমুখর বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে, সেই জনস্রোতে মিশে দিক পালটে রওয়ানা দিলাম শাহবাগের দিকে, কন্ঠে নিলাম সেই দৃপ্ত শ্লোগান... তোমার আমার ঠিকানা... পদ্মা মেঘনা যমুনা...

অসম্ভব সুন্দর এই আবহাওয়ায় ভেসে ফিরে যাচ্ছিলাম সেই বাহান্নে যেখানে এমন মুগ্ধ ফাল্গুনে হাসিমুখে ভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের পূর্বসূরীরা, মনে হচ্ছিলো আমিও তাদের কেউ, আমার নাম সালাম, বরকত, রফিক, জব্বার কিংবা শফিউল... গা'য়ে কাঁটা দিয়ে ওঠে দাঁড়িয়ে যাওয়া রোমগুলোকে সাথে থাকা কলিগকে দেখালাম... চোখের কোণে জমে ওঠা অশ্রু দেখাইনি, গোপন করেছি... 

বাহান্ন, ঊনসত্তর কিংবা একাত্তর দেখিনি, আমি দেখেছি ২০১৩... এই ২০১৩ না আসলে টেরও পেতাম না এই দেশটা কে এতো ভালবাসি... আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি... প্রাণের প্রিয় মা'গো... বড় বেশী ভালবাসি...

Comments

Popular posts from this blog

Learning to Pray

Arduino and MQ 2 gas sensor