Posts

Showing posts from May, 2013

তবুও ভালোবাসি

Image
রাতে ঘুমানোর আগে একজন মানুষের গল্প শুনে যান।। জীবনে অনুপ্রেরণার প্রয়োজন আছে।। এই ব্যক্তি তেমনই একজন যার কথা আমাদের অনুপ্রাণিত করবে।। বয়সের ভারে নুয়ে পড়াএই বৃদ্ধের নাম মোঃ আদম আলী।। বয়স ৮০+ এবং পেশায় একজন রিকশাচালক।। টিকাটুলি এলাকায় রিকশা চালান।। জীবন সম্পর্কে তার মতামত হল - "নবীজির শিক্ষা, করব নাকো ভিক্ষা"।। জীবনের কঠিন সংগ্রামেও হার না মানার জন্য সহস্র সালাম আপনাকে।। শুভ রাত্রি।।

তিন বন্ধু

ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ। একসঙ্গে গেছেন গ্রামে বেড়াতে। সন্ধ্যায় পথ হারিয়ে তারা এক চাষীর বাড়িতে উঠলেন। চাষী জনাল- তার ঘরে দুইজনের থাকার জায়গা আছে, তাই একজনকে পাঁঠার ঘরে থাকতে হবে। . . . . ডাক্তার বললেন যে তিনি পাঁঠার ঘরে থাকবেন। কিন্তু পাঁঠার গন্ধ সহ্য করতে না পেরে তিনি দশ মিনিটের মধ্যেই বেরিয়ে এলেন। . . . তখন ইঞ্জিনিয়ার গেলেন। তিনি বিশ মিনিট থাকতে পারলেন। . . . এবার রাজনীতিবিদ গেলেন। কিন্তু তিনি আর বের হন না। . . . . আধ ঘন্টা পরে পাঁঠাটাই বের হয়ে এল ! :O

ঘাড় ও গলার দাগ

Image
ঘাড়ে বা গলায় কালো দাগ বিভিন্ন কারণেই হতে পারে। যে কারণেই হোক, তা যথেষ্ট বিব্রতকর। এ সমস্যা থেকে মুক্তির উপায় জানাচ্ছেন রূপ বিশেষজ্ঞ ফারজানা শাকিল কেন হয় ঘাড়ের কালো দাগ প্রথমত ওজন বেশি হলে হয়। অতিরিক্ত ওজনের কারণে ঘাড়ের চামড়ায় ভাঁজ পড়ে দাগ হয়। এ ছাড়া অ্যালার্জির সমস্যা থাকলেও হতে পারে। আবার বডি স্প্রে ঘন ঘন ব্যবহার করার ফলেও চামড়ায় কালো দাগ হয়। এছাড়াও সানবার্ন এর কারনেও হতে পারে। কী করবেন গলায় বা ঘাড়ে কালো দাগ যদি ছোপ ছোপ না হয়ে পুরো ঘাড় গলা জুড়ে হয় তবে- * কয়েকটা বাদাম পানিতে ভিজিয়ে কিছুক্ষন রেখে দিন। এরপর ভেজানো বাদাম বেটে এর সঙ্গে মধু মিশিয়ে গোছলের আগে ঘাড় ও গলায় লাগান। ১৫ থেকে ২০ মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুণ। * পাকা পেঁপে, তরমুজের রস, শশার রস একত্রে মিশিয়ে ঘাড়ে ও গলায় লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দাগ থাকবে না। * দাগ যদি ছোপ ছোপ হয় তবে ছাকা ময়দা আর মধু পানি দিয়ে ভালো করে মিশিয়ে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষন হালকা ম্যাসেজ করুন। এরপর ধুয়ে ফ

ত্বক যখন তৈলাক্ত

Image
  একটুতেই ত্বক তেলতেলে হয়ে যায়। কখনো কখনো দেখা দেয় ব্রণের উপদ্রব। এমন সমস্যা তৈলাক্ত ত্বকে বেশি। সমস্যা নিয়ে বসে থাকলে তো হবে না। সমাধানও আছে। তৈলাক্ত ত্বকে বাড়তি যত্নের প্রয়োজন হয়। ত্বক সব সময় পরিষ্কার রাখতে হবে। তবে এ ধরনের ত্বকের সুবিধা হলো সহজে বয়সের ছাপ পড়ে না। আর যেসব সমস্যা হয় সঠিকভাবে পরিষ্কার করলে অনেকটাই এড়ানো সম্ভব।’ তৈলাক্ত ত্বকের যত্নের কথা জানিয়েছেন তিনি। মুখের যত্ন- তৈলাক্ত ত্বকে লোমকূপ বড় হয়ে যায়। তেল জমে সেসব বন্ধ হয়ে ব্রণও ওঠে। তাই প্রতিদিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে। বাড়িতে বসেই ত্বকের যত্ন নিতে পারেন। শসার রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শসার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। যাঁদের মধুতে অ্যালার্জি নেই, তাঁরা সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, ব্রণ থাকলে স্ক্রাব করা যাবে না। অন্যান্য প্যাক- শস