Posts

Showing posts from February, 2013

ড্রাগন ট্রি, কেনারী আইল্যান্ড

Image
***ড্রাগন ট্রি, কেনারী আইল্যান্ড*** মিথ আছে হারকিউলিস যখন লানডনকে হত্যা করে তখন সেই রক্ত থেকে এই গাছের সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এই গাছ কাটলে লাল রস বের হয় বলে এই মিথের চালু হয়েছে।

তিনটি উপন্যাস ধারাবাহিক ভাবে পড়বেন

তিনটি উপন্যাস ধারাবাহিক ভাবে পড়বেন । ১. মধ্যাহ্ন ২. মাতল হাওয়া ৩. জোছনা ও জননীর গল্প এই তিনটি উপন্যাস ধারাবাহিক ভাবে পড়লে সময়ের সাথে ঘটনার প্রবাহ ধারা সুন্দর ভাবে অনুভব করা যায় । যদিও এবারের প্রকাশিত "দেয়াল" উপন্যাসটি রাজনৈতিক উপন্যাস । তবুও বলব, "দেয়াল" উপন্যাসটি ভিন্ন ভাবে উক্ত তিনটি উপন্যাসের ধারাবাহিকের শেষ অধ্যায় বলা যায় । কারণ "দেয়াল" উপন্যাসটি সময়ের প্রবাহের ধারাবহিকতা ধরে রেখেছে । এ ক্ষেত্রে বলা যায় "দেয়াল" এই ধারাবাহিকতার চতুর্থ উপন্যাস । ৪. দেয়াল

কখনো আকাশ বেয়ে চুপ করে

Image
কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায় আশেপাশে আমি আর নেই... আমার জন্য আলো জ্বেলোনা কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবনা .....

ভালবাসা বড়ই আজব জিনিষ

Image
ভালবাসা বড়ই আজব জিনিষ কাউকে ভালবাসি বললে, সে হয়ত আপনাকে নিরাশ করবে। কিন্তু অন্য কাউকে আপনি ভালবেসে ফেলার পর সে আপনার কাছে ফিরে আসতে চাইবে.....

জয় হলো শাহাবাগের

জয় হলো শাহাবাগের। বিজয়ের উল্লাসে কাঁপছে সারা দেশ। ...................... সাঈদীকে ফাসির রায় দিয়েছে ট্রাইবুনাল!

কোথাও

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥

ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : আগামীকাল সারাদেশে সকাল - সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ।

তসলিমা নাসরিন _‘তালাকনামা’

‘তালাকনামা’ —তসলিমা নাসরিন যে কোনও দূরত্বে গেলে তুমি আর আমার থাকো না তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ। যে কোনও শরীরে গিয়ে শকুনের মতো খুঁটে খুঁটে রূপ ও মাংস তুমি আহার করো গণিকা ও প্রেমিকার শরীরে কোনও পার্থক্য বোঝো না। কবিতার চে' চাতুর্য বোঝো ভাল, রাত্রি এলে রক্তের ভেতর টকাশ-টকাশ দৌড়ে যায় একশো একটা লাগামহীন ঘোড়া, রোমকূপে পূর্বপুরুষ নেচে উঠে তাধিন- তাধিন। আমি জোত্‍স্নার কথা তোমাকে অনেক বলেছি তুমি অমাবস্যা ও পূর্ণিমার কোনও পার্থক্য বোঝো না। ভালবাসার চে' প্রাচুর্য বোঝো বেশি যে কারও গোড়ালির নীচ থেকে চেটে খাও এক ফোঁটা মদ, লক্ষ গ্যালন মদে আমুণ্ডু ডুবে তবু তোমার তৃষ্ণা ঘোচে না। তোমাকে স্বপ্নের অথা অনেক বলেছি সমুদ্র ও নর্দমার ভেতরে তুমি কোনও পার্থক্য বোঝো না। যে কোনও দূরত্বে গেলে তুমি হও যার- তার খেলুড়ে পুরুষ। যার-তার পুরুষকে আমি আমার বলি না। (কাব্যগ্রন্থ : নির্বাসিত নারীর কবিতা)

গার্লস ফ্যাশন

Image
টমেটোতে রয়েছে এন্টি অক্সিডেন্ট লাইকোপেন। ত্বককে সতেজ রাখার জন্য এবং লোমকূপ পরিষ্কার করার জন্য উপযোগী। টমেটোর নরম অংশের মণ্ড করে এর দুই টেবিল চামচ, এক টেবিল চামচ আটা বা বেসন মেখে পেস্ট তৈরি করো। এই মিশ্রণ মুখের উপর ১০ মিনিট এভাবে রেখে দিন।ত্বক উজ্জল হবে। পোড়া ভাব দূর হবে। (বড় বড় পোস্ট এর পাশাপাশি এরকম আরো অনেক ভালো ভালো মিনি পোস্ট আছে আপনাদের জন্য।তাই লাইক দিয়ে সবসময় একটিভ থাকুন ।

Joks

Image
একটা ছোট মেয়ে এক দোকানিকে জিগ্যাস করলো, ' তুমিকি আমাকে বিয়ে করবে, যখন আমি বড় হব'? দোকানদার হাসল এবং বললো : হ্যা করব. তার পর মেয়েটই বললো তাহলে তুমিকি তোমার ভবিষ্যত স্ত্রী কে একটা ফ্রী চকোলেট দিবে? :-):)

এই নিষ্ঠুর জগতে

Image
আমি জানি কি করে শব্দ ছাড়া কান্না করা যায়, কি করে লাল চোখ আড়াল করা যায়, অশ্রু দিয়ে ভিজে যাওয়া বালিশ কি করে উল্টে দেওয়া যায়। আমি এখন সুখে থাকার অভিনয় করাটা শিখে ফেলেছি। এই নিষ্ঠুর জগতে নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করাটাই সবচেয়ে ভালো ...

ভালবাসার গল্প

মাথায় ফিমারের গুতা খেয়ে ঠায় বসে আছি । আমার বেস্ট ফ্রেন্ড,আমার জানের দোস্ত চারজন রাকিব,শুভ,ইমরান,আর আশিক দাত কেলিয়ে হাসছে। আমার মনে হচ্ছে এমন দোস্ত যেন হিটলারের ও না থাকে। আদ্রিতা আমার মাথায় কিছুক্ষন আগে ফিমার দিয়ে বারী দিয়েছে। যারা জানেননা তাদের জন্য বলা ফিমার শরীরের সবচেয়ে শক্ত হাড্ডি। ফিমার দিয়ে বারী দেয়া আর হকিস্টিক দিয়ে বারী দেয়া একই কথা । ভিড় জমে যাবার আগেই পালানো দরকার। জুনিয়ররা দেখে ফেললে এই মুখ আর কাউকে দেখানো যাবে না। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে পরতে হবে। আর তেমন কি দোষ ছিল আমার? আমি শুধু গত সাতদিনে ২১ বার প্রপোজ করেছি। ঠিক প্রপোজ ও না। দেখা হলেই বলতাম, সুন্দরী আমায় বিয়া করবা? প্রথম কয়েকদিন শুধু হাসত। তারপর আস্তে আস্তে মুখটা গম্ভীর হত। আজ একেবারে ফিমারের বারী।রাকিব অবশ্য দুইদিন আগেই বলেছিল, মামা তওবা পইরা রেডি হও। তোমার সময় শেষ। যেকোনোদিন তোমারে কোপানো শুরু করবে। আল্লাহর রহমতই বলতে হবে কোপ খাইনাই । ফিমারের বাড়ির উপর দিয়া গেছে। আদ্রিতা আমাদের ব্যাচের সবচে সুন্দরী আর রাগি মেয়ে। সুন্দরীরা একটু রাগি হয় তাতে দোষের কিছু নাই। কিন্তু ফিমারের বারী একটু বেশিই

নিজেকে দিয়েছি ধিক্কার

Image
"আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার... " আজ সেই ভয়াল ২৫ ফেব্রুয়ারী ...পেরিয়ে গেছে দীর্ঘ চারটি বছর... বাংলাদেশ হারিয়েছিল তার সূর্যসন্তানদের..... স্বজনদের কান্না কিন্তু এখনও থামেনি... মনে আছে আপনাদের? বীর সেনানীদের আত্মার প্রতি রইল গভীর শ্রদ্ধা... আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি ...

Linkin Park Lovers

Image
Hell yeah ♥ ♥

Awwww Cutiii ♥

Image
sAra

I mess you

Image

A Dream House!!

Image
A Dream House!!

Israeli boy and his cat

Image
Israeli boy and his cat

বিশ্বাস!

Image
বিশ্বাস! কিসে করবো বিশ্বাস? কাকে করবো বিশ্বাস? প্রেমিকা প্রেমিককে বলেছিলো, ... 'বিশ্বাস করো, তোমাকে ছাড়া এক মুহুর্তও আমি থাকতে পারবোনা' সেই প্রেমিকা এখন আরেক পুরুষকে বলে, 'বিশ্বাস করো, তোমাকে আমি হারাতে পারবোনা! এই হলো বিশ্বাস!!???

হঠাত

Image
হঠাত তুমি ফোন করেছিলে,, রিসিভ করতেই কেন জানি আমার দুচোখ দিয়ে পানির বন্যা নেমে ছিল ... :'( তুমি বললে,“এখনো কাঁদছ??” আমি বললাম,”আমার এক ফোটা চোখের জলের জন্য যদি তুমি ভাল থাক,তাহলে আমি সারাজীবন কাঁদতে পারব :( :'(

প্রেমে পড়া

Image
প্রেমে পড়লে ছেলেদের লাইফ স্টাইলে অনেক পরিবর্তন আসে! -নিজের যত্ন নেয়া। -সিগারেট ছাড়ার চেষ্টা করা। -গুছিয়ে চলা। -প্রেয়সীকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করা। -আগের তুলনায় নম্র হওয়া। -মিসড কল ব্যাক করা ইত্যাদি ছ্যাঁকা খাওয়ার পরে বুদ্ধিমান ছেলেরা প্রেমিকার পেছনে যে টাকা খরচ করত সেটা দিয়ে ফল-ফ্রুট খায়,আর বোকারা সেই টাকা দিয়ে বিড়ি-সিগারেট খায়... :P

জীবনের অর্থ কি ? তুমি ছাড়া

Image
আগে নিজের কথা বলি, ছেলেদের উপর মাস্তানি করা ছিল স্বভাব। তাও টিচাররা খুব আদর করতো। হয়তো তারা আমার ভিতরটা চিনত তাই। কেউ কখনও উঁচু গলায় কথাও বলে নি,শাস্তি দেয়া তো দূরে থাক। ক্লাসের সবাইও খুব পছন্দ করতো। সবার দরকারে সবার আগে সাহায্য করতাম অবশ্য ভাল লাগতো তাই। ক্লাস ৯ এর ১ম দিন। নতুন অনেকে এসেছে...আবার বান্ধবীরা অনেকে আলাদা শাখায় চলে গিয়েছে,কেউ বিজ্ঞান আবার কেউ বা মানবিক কেউ বা ব্যবসায়। আমি ব্যবসায় শাখা নিয়েছি।ক্লাস টিচার নতুন রোল বলল তারপরই আগের আর পরের মেয়ে কে তা খুঁজতে লাগলাম কারন পরীক্ষাতে তারাই হবে সবচেয়ে কাছের বন্ধু। পরের জনকে দেখে আর নতুন করে বলার কিছুই নাই কিন্তু আগের জনকে আর খুঁজে পাই না। তারপর পেলাম, দেখি শেষের দিক থেকে ৩ নাম্বার বেঞ্চে মাথা নিচু করে বসে একটি পিচ্চি মেয়ে, মাথায় একটি ঝুঁটি, খুব সাধারন। কাছে গেলাম,কথা বললাম। পেয়ে গেলাম আগের জন। খুব মায়া লাগল ওর জন্য। ওর কোন বান্ধবী নেই কারণটা খুব সহজ, ও কারো সাথে কথা বলে না। আমি ধরলাম ওর হাত, ওই যে ধরলাম আর ছাড়ি নি। আমাদের খুব মজার একটা মিল ছিল ওর ও হাত খুব ঘামতো,আমার ও। তাই দুইজনের হাত সব সময় এ

হুমায়ুন আজাদ

মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক ।                                                               - হুমায়ুন আজাদ

একটি রংধনুর গল্প

Image
তোমার দিকে তাকাতে আমার ভয় লাগে কারন আজো তোমার দিকে তাকালে মনে হয় এই বুঝি নতুন করে আবার তোমার প্রেমে পড়বো ... এই বুঝি আবার তুমি আমাকে কষ্ট দিবে... এই বুঝি আমাকে ফেলে দূরে চলে যাবে... তখন কোন এক অজানা ভয়ে নিজেকে সরিয়ে আনি তোমার কাছ থেকে...কিন্তু শরীর টাকে সরিয়ে আনতে পারলেও মনটাকে আমি রেখে আসি তোমারি কাছে কোন এক অজানা ভালবাসার টানে... সত্যি অনেক ভালবাসি তোমায়...

হারিয়ে খুঁজেছি তোমায়

হারিয়ে খুঁজেছি তোমায় ১.আমি খুব সুকৌশলে আমার খাতার পেছনের একটি পাতার উপর এক ফোটা চোখের পানি পড়তে দিলাম । কিন্তু আমার চোখে এক ফোটা পানি নয় , লক্ষ লক্ষ ফোটা পানি অপেক্ষা করছে মুক্ত হবার আশায় ।কিন্তু আমি এখন কাঁদতে পারবনা , কারন যেকোন মুহূর্তে আম্মু ঘরে এসে ঢুকতে পারে । আমিতো পড়তে বসেছি , এখন কান্না না পেলেই কি হত না ? খাতার দিকে তাকিয়ে দেখলাম ইতোমধ্যে পাঁচ ছয় ফোটা পানি কাগজ ভিজিয়ে দিয়েছে । আমি চোখ ভালভাবে মুছে জোরে একটা শ্বাস নিলাম , কান্না থামানোর জন্যে এই আইডিয়াটা ভালো কাজে দেয় । আমার মনের ভিতরে যখন বিশাল একটা শুন্যস্থান তৈরি হয় তখন আমার কান্না পেতে থাকে, বড় একটা শ্বাস নিলে অনেক খানি বাতাস ভিতরে ঢুকে শুন্যস্থান কিছুটা পুরন করে , এতে কান্না আটকানো যায় । আমি খাতাটা বন্ধ করতে গিয়ে থেমে যাই , তাকিয়ে থাকি আমার কান্নাভেজা কাগজটির দিকে । কান্না শুকিয়ে গেলেও কাগজটা দেখলে ঠিকই বুঝা যাবে , কি যেন ভেবে আমি কাগজটা শুকাবার অপেক্ষা করলাম । যার জন্যে কাদলাম , এটা তাকে একদিন দেখাব । সেই সুযোগটা সৃষ্টিকর্তা আমাকে দেবেন তো ? খুব ভালোভাবে বুঝতে পারছি আমার আজকে পড়াশুনা হবেনা । কিন্তু

ধর্মান্ধ হওয়া মারাত্নক

ধার্মিক হওয়া খুব ভাল কিন্তু ধর্মান্ধ হওয়া মারাত্নক ।ধর্মান্ধ আর নেশাখোরের মধ্যে কোন তফাত নেই ।দু জনেরই হিতাহিত জ্ঞান নেই ।ধর্মের দোহাই দিয়ে মানুষ কতটা পশুত্বে নামতে পারে আজকের ঘটনা তার প্রমান ।কতটা দেশদ্রোহি হলে দেশের পতাকা পোড়ানো হয় তা আজ জানলাম ।

ফুল দিতে যাচ্ছিলাম

ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর--- ¤রফিক -- কই যাও? ¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল দিতে। ¤সালাম -- ফুল দিয়ে কি হবে? ¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল। আপনাদের আত্মা শান্তি পাবে। ¤বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো?? ¤ আমি -- জি…না, মানে… ¤রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও? ¤ আমি -- জি, কোটি টাকার উপরে। ¤শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে? ¤সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ? ¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব? ¤বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। -তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন? ¤শফিউর -- বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈ

আপনাকে-ই বলছি

আপনাকে বলছি। জ্বী আপনাকে-ই বলছি। শাহবাগে আজ আপনাকে দেখলাম। বন্ধুদের নিয়ে পাবলিক লাইব্রেরীর সামনে দাঁড়িয়ে বিড়ি ফুকছিলেন। মাথায় আজ পতাকা বেধে এসেছিলেন। ভীড়ের জন্য আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে বাড়ি গিয়ে এখন বিভিন্ন পেইজের স্ট্যাটাস শেয়ার দিচ্ছেন। বুঝতে পারছেন না কাল শাহবাগ গিয়ে আমি কি করব? ভাই...আপনার দায়িত্বটা বুইঝা লন। আপনার আশেপাশের মানুষগুলারে জাগায় তুলেন। ঘরের ভেতর থেকে শুরু করেন। চায়ের দোকানে দাড়াইয়া পাশে দাড়ানো রিকশাওয়ালা ভাইটারে বুঝান। উনি এখনও বোঝেন নাই এত শোরগোলের দরকার কি? জামাতের মতোন একখান আল্লাহ-নবীর দলরে ক্যান বাদ দিতে হইব? বুঝাইয়া কন ক্যামনে কইরা আম্লীগ-বিনপি তাগোরে মুখে ফিডার দিয়া পাইলা পুইশা তাগড়া করসে। বাইর হইয়া পড়েন আপনার ছোট্ট গ্রুপটারে নিয়া। ছুইটা যান মশাল হাতে অন্ধকারে থাকা ধর্মভীরু গ্রামের মানুষগুলারে আলো দিতে। নিরাপদ টিউবওয়েলের মত বাড়ি বাড়ি গিয়া সবুজ রঙ দিয়া লেইখা আসেন প্রজন্মের স্লোগান। শাহবাগ জেগে থাকবে আপনার ফেরার প্রতীক্ষায়। জয় বাংলা জয় মানুষ

কি পেলাম তোমায় ভালবেসে ?

Image
টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা.....! ঠিক করার অজুহাতে শুধু আমায় ছুঁয়ে থাকা.....! জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি.....! ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি.....?

হুমায়ুন সাহিত্ (দেয়াল)

Image
ফ্ল্যাপে লিখা কথা______ ‘ভাদ্র মাসের সন্ধা। আকাশে মেঘ আছে। লালচে রঙের মেঘ। যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেকায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রঙ। রঙের খেলা যিনি খেলছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন।’ এভাবেই সূচনা ঘটেছে হুমাযূন আহমেদের চার দশকের বর্ণময় লেখকজীবনের শেষ উপন্যাস ‘দেয়াল’- এর। ২০১১ সালের মাঝামাঝিতে ‘দেয়াল’ রচনা শুরু করেছিলেন তিনি। সে-সময় উপন্যাসের পাঁচটি পর্ব ধারাবাহিকভাবে ‘অন্যদিন’-এর প্রকাশিত হয়। এরপর বেশ কিছুদিন বিরতির পর যুক্তরাষ্ট্রে তাঁর ক্যানসার চিকিৎসা চলাকালে নতুন করে ‘দেয়াল’ রচনায় মনোনিবেশ করেন তিনি, যদিও শেষ পর্যন্ত উপন্যাসটির চূড়ান্ত রূপ দেয়ার সুযোগ পান নি। সূচনা-অনুচ্ছেদে আকাশের রঙবদলের খেয়ায় যে সিদ্ধান্তহীনতার কথা বলা হচ্ছে তা বিশেষ ইঙ্গিতবহ। যে সময়কে উপজীব্য করা হয়েছে ‘দেয়াল’-এ, তা একটি সদ্যস্বাধীন জাতির ভাগ্যকাশের চরম অনিশ্চয়তার কাল। উপন্যাসের কিছু চরিত্র বাস্তব থেকে নেওয়া, নাম-ধাম সবই বাস্তব, ঘটনা-পরস্পরাও বাস্তবেরই অংশ। লেখক যেহেতু উপন্যাস লিখেছেন, তাই আছে কিছু কাল্পনিক চরিত

Facebook accessible

Image
World wide freedom

পৃথিবীতে তিনটি কষ্টকর মুহূর্ত

Image
পৃথিবীতে তিনটি কষ্টকর মুহূর্ত ... :( :( ১. সবচেয়ে প্রিয় মানুষটি যখন অবহেলাকরে । ২. ভালোবাসার মানুষটি মোটেও যত্ন নেয় না । ৩. অতপর সেই মানুষটি নিমিষেই হারিয়ে যায় যার উপর দিয়ে যায় শুধুই সে বুঝে দুঃখ কি , অন্য কারো বোঝার ক্ষমতা নেই । শুদু নীরবে কেঁদে যাই কিছু বলাল থাকে না ... :'( শেয়ার করতে বলবো না আপনাদের কে ভালো থাকবেন ।

ধন্য......

বাবা , তোমার সন্তান হতে পেরে আমি ধন্য...... আমি দেশের বাইরে পড়ালেখা করি বিধায় প্রতি মাসে বাবা আমার হাতখরচ বাবদ কছু ডলার দেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমায় পাঠান। কিন্তু , আজ বাবা আমায় ফোন করে বললেন যে, এবার টাকা পাঠাতে কিছু দেরী হবে। আর তার কারণ হল, তিনি চান না তার ছেলের খরচের টাকা দেশদ্রোহী কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসুক। বাবার কথা শুনে আমি নিজে এতটাই আনন্দিত যে চোখের জল ধরে রাখতে পারিনি। টাকাটা সময়মত না আসায় আমার হয়ত কিছুটা কষ্ট হবে, কিন্তু দেশেকে কলঙ্কমুক্ত করার আন্দোলনে কিছু করতে পেরে আমি সত্যিই ধন্য। আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারাও দেশদ্রোহী ওই জামাত-শিবির কে ও তাদের সকল প্রতিষ্ঠানকে ত্যাগ করুন। -শোভন সিংহ, নিংবো মেড়িকেল ইউনিভার্সিটি, চীন।

কে কার ঘোষক ?

লালন ফকিরকে কারা ধর্মবিরোধী আখ্যা দিয়েছিল? কারা তার মূর্তি ভেঙ্গেছিল? কারা রবীন্দ্রনাথকে মালাউন কবি ঘোষণা দিয়েছিল? কারা নজরুলকে কাফের ঘোষণা দিয়েছিল? কারা ১৪ ডিসেম্বর তালিকা করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? কারা আরজ আলী মাতুব্বরকে কমিউনিস্ট হবার অপরাধে আদালতে দাড় করিয়েছিল? কারা আহমদ শরীফকে মুরতাদ ঘোষনা করেছিল? কারা শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছিল? কারা তসলিমা নাসরিনকে দেশছাড়া করেছিল? কারা শামসুর রাহমানকে আক্রমন করেছিল? কারা হুমায়ুন আজাদকে কুপিয়েছিল? কারা কবীর চৌধুরী, শাহরিয়ার কবিদের প্রকাশ্যে হুমকি দিয়েছিল? কারা মুহাম্মদ জাফর ইকবালকে হুমকি দিয়ে যাচ্ছে? কারা গতমাসে আমাকে প্রায় মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌছে দিয়েছিল? কারা সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে লেখার কারণে থাবা বাবা ওরফে ব্লগার রাজিবকে জবাই করেছে? কারা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রগ কাটে? কারা বোমা মারে? কারা চাপাতির আক্রমন করে? কারা মুক্তবুদ্ধির চর্চাকে, বাক-স্বাধীনতাকে ভয় করে? কারা মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে দাঁড়িয়ে প্রকাশ্যে "বাঙলা হবে আফগান, আমরা হব তালেবান&qu

সাবধান

বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা..........সাবধান।

Arif Jebtik

গতকাল আমার এক আইনজীবি বন্ধু উত্তেজিত হয়ে ফোন করল, 'দোস্ত, আমারদেশ পত্রিকায় তো তোমারে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে খবর ছাপিয়েছে। একটা মানহানির মামলা করে দাও, আমরা আছি।' আমি হেসে বললাম, 'যে পত্রিকা আমাদের পবিত্র ক্বাবা শরীফের গিলাফ চড়ানোর ছবিকে নিজেদের স্বার্থে জামাতের প্রতি ক্বাবার আলেমদের সমর্থন হিসেবে বিকৃত করে খবর প্রকাশ করতে পারে, তাঁদের কাছ থেকে তুমি আর কী আশা করতে পারো? যারা নিজস্বার্থে ক্বাবাশরীফ নিয়ে মিথ্যাচার করতে কুণ্ঠিত হয় না, তাঁদের হাতে সাধারন মানুষের বিষয়ে মিথ্যাচার নিয়ে চিন্তার কিছু নাই। একাত্তরে এরাই কাফির মারার কথা বলে লক্ষ মানুষকে হত্যা করেছে, এখনও তারা কাফির মারার মিশনেই আছে। একাত্তরেও তাদেরকে আমাদের পূর্বপুরুষরা গুনে নাই, এখনও গোনার দরকার নাই।' By Arif Jebtik

LOL

kotogula chagol abar shahbag er projonmo chattar re shooting spot banaise. technique ta holo nayok naikare michiler majhe dar koraia dey.. r dhong koira mom ba kichu ekta nia slogan dite thake. shobai vabe oh ho... oi nayok naikta ta ki valo andolone ashche. r dur theke camera tader shoot kore... mediate eta abar khub gorber shathe prochar korche. tar tader interview te lajuk heshe bole amito kokhono ashni vishon valo lagche.... jeno chiriakhanay berate ashche. joto shob gordhober dol..... mone hoy thabrae daat shobkoyta falaia dei..... shuorer dol. ei jaygatareo bebohar kortese....................... . jak TOBUO TORA MANUSH HO

প্রপোজ

৩ জন ছেলে এক সুন্দরী মেয়েকে প্রপোজ করলঃ ১ম ছেলেঃ আমি তোমার জন্য মরতে পারি। মেয়েঃ এটা সবাই-ই বলে! ২য় ছেলেঃ আমি তোমাকে আকাশের তারা এনে দেব। মেয়েঃ পুরাতন ডায়লগ। ৩য় ছেলেঃ আমি তোমাকে আমার ফেইসবুকের পাসওয়ার্ডটা দেব! . . . . . মেয়ে(অশ্রু মিশ্রিত কণ্ঠে): হায় রে পাগল!!! এত ভালবাস তুমি আমাকে!!! আই লাভ ইউ জান!! :P

একটি সুন্দর সম্পর্কের জন্যে ৩ টি জিনিস

Image
একটি সুন্দর সম্পর্কের জন্যে ৩ টি জিনিস দরকার বিশ্বাস কিছু সময় এক সাথে কাটানো এবং আজীবন তার যত্ন করা

কিছুক্ষনের ব্লগার তারিকুল ইসলাম শান্তর জানাজা

কিছুক্ষনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ব্লগার তারিকুল ইসলাম শান্তর জানাজা অনুষ্ঠিত হবে...... তাই যারা শাহবাগে অবস্থান করছেন তারা জানাজায় শরিক হোন...... এবং জানাজা শেষ হবার আগ পর্যন্ত শাহবাগে কোন মাইক বাজানো হবে না......

১৪৩টি গোলাপ ফুল

Image
একটি ছেলে একটি মেয়েকে ১৪৩টি গোলাপ ফুল উপহার দিল। এর মধ্যে ১৪২টি গোলাপ ছিল সদ্য ফোটা তাজা গোলাপ এবং একটি ফুল ছিল প্লাস্টিকের। মেয়েটি এটা দেখে মন খারাপ করল... ছেলেটি মেয়েটিকে বললঃ "ঐ প্লাস্টিকের গোলাপটি যতদিন শুকিয়ে না যাবে আমি তোমাকে ঠিক ততদিন ভালবাসব।" :) ♥ ♥

প্রজন্মের পক্ষে বলছি

১. একদিকে হরতালের ডাক আর অন্য দিকে ঠিকই খোলা জামায়াতের সকল প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক থেকে শুরু করে শিবিরের পরিচালিত কোচিং সেন্টার সবই খোলা !! ২. ATN সংবাদ শিরোনামে বলে, "রাজাকারের ফাঁসির দাবিতে এবং জামায়াতে ইসলামীর সব ব্যবসা প্রতিষ্ঠান বর্জনের দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের গণজাগরণ''। আর তার একটু পরেই বলে - " এবারে নিচ্ছি ইসলামী ব্যাংক সংবাদ বিরতি, আমাদের সাথেই থাকুন" !!! # এমন যে যার আখের গোছাতে ব্যস্ত, মাঝখানে আমরা আমজনতা তামাশা দেখি !!!!

আল-হাদিস

মানুষ বুড়ো হলেও তার দুটি বিষয় বুড়ো হয় না, ধনসম্পত্তি উপার্জনের লোভ এবং জীবনের আশা | ___ আল-হাদিস

আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবো

Image
: আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবো.. : চুপ থাক : তুই কথায় কথায় বলিস আমাকে ভালবাসিস না.. : চুপ থাক : হু.. এখন তো আমার কথাও শুনতে ভাল লাগেনা .. : চুপ থাকতে বলসি নইলে কানের নিচে একটা দিব.. : দে.. ওইটাই দে.. ভালোবাসা তো দিবিনা.. কানের নিচেই দে.. : চুপ করবি নাকি সত্যি লাগাব ?? : মেরে ফেল আর কতো কষ্ট দিবি ?? : আমি তোরে কষ্ট দেই?? : হু দেস.. : তাহলে চলে যা দূরে.. আর কষ্ট পেটে হবেনা.. : সেটাই তো চাস যে আমি দূরে চলে যাই.. : হু যা ভাগ তুই... : রাগ উঠতেছে কিন্তু.. : ওইটার অপেক্ষায় তো আসি.. : মানে?? : মানে রাগলে তোকে অনেক সুন্দর লাগে.. আদর লাগে.. মন চায় বুকে চেপে ধরে রাখি অনন্ত কাল.. ♥ ♥ ♥ : তুই এতো ফাজিল কেন? : তুই এতো ভাল তাই আমি এতো ফাজিল..এখন চুপ করে কলে মাথা রেখে ঘুমা.. আমি তোর নিঃশ্বাস শুনি... ♥ ♥ ♥ [ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ]

তারিকুল ইসলাম আর নেই !!!

Image
বিশিষ্ট ব্লগার ও কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্ত আজ বিকেলে আন্দোলনরত অবস্থায় শাহবাগে হৃদরোগে আক্রান্ত হন। আন্দোলনরত অবস্থায় অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নেয়া হয়। কিছুক্ষন আগে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সাদার মাঝে লাল গোল শার্ট পড়া বিশিষ্ট কার্টুনিস্ট, লেখক, পরিচালক, প্রযোজক, সম্পাদক ও ব্লগার তারিকুল ইসলাম শান্ত

আমার কবিতা

                                   প্রথমে তারা নাস্তিকদের মারল...                                    আমি চুপ থাকলাম।                                    কারন আমি নাস্তিক না।                                    তারপর তারা কমিউনিস্টদের মারল...                                    আমি চুপ থাকলাম।                                    কারন আমি কমিউনিস্ট না।                                     তারপর তারা ইহুদীদের মারল...                                     আমি চুপ থাকলাম।                                     কারন আমি ইহুদী না।                                     তারপর তারা আওয়ামীদের মারল...                                     আমি চুপ থাকলাম।                                     কারন আমি আওয়ামী না।                                     তারপর তারা বিএনপি দের মারল...                                     আমি চুপ থাকলাম।                                     কারন আমি বিএনপি না।                                      .............................. ......                                     এরপর তারা আমাকে মারতে

ব্রেকিং নিউজ.........

শাহবাগের আন্দোলনে টানা অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়ার পর ব্লগার তরিকুল ইসলাম শান্তর মৃত্যু হয়েছে।

তোমার আমার ঠিকানা... পদ্মা মেঘনা যমুনা...

Image
অফিসে আসার সময় পরীবাগ হয়ে আসতে হয়, আজ পরীবাগে আসতে আসতে দেখলাম একটা শ্লোগানমুখর বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে, সেই জনস্রোতে মিশে দিক পালটে রওয়ানা দিলাম শাহবাগের দিকে, কন্ঠে নিলাম সেই দৃপ্ত শ্লোগান... তোমার আমার ঠিকানা... পদ্মা মেঘনা যমুনা... অসম্ভব সুন্দর এই আবহাওয়ায় ভেসে ফিরে যাচ্ছিলাম সেই বাহান্নে যেখানে এমন মুগ্ধ ফাল্গুনে হাসিমুখে ভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের পূর্বসূরীরা, মনে হচ্ছিলো আমিও তাদের কেউ, আমার নাম সালাম, বরকত, রফিক, জব্বার কিংবা শফিউল... গা'য়ে কাঁটা দিয়ে ওঠে দাঁড়িয়ে যাওয়া রোমগুলোকে সাথে থাকা কলিগকে দেখালাম... চোখের কোণে জমে ওঠা অশ্রু দেখাইনি, গোপন করেছি... বাহান্ন, ঊনসত্তর কিংবা একাত্তর দেখিনি, আমি দেখেছি ২০১৩... এই ২০১৩ না আসলে টেরও পেতাম না এই দেশটা কে এতো ভালবাসি... আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি... প্রাণের প্রিয় মা'গো... বড় বেশী ভালবাসি...

আসুন আমাদের আন্দোলন এ

Image
এইমাত্র আমাদের শাহবাগে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে গেলেন সুবরনা মোস্তফা, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস সহ আরও অনেকেই...