২৬৬তম পোপ হলেন আর্জন্টিনার জর্জ মারিও বেরগোগলিও

রোমান কাথলিক মন্ডলীর ২৬৬তম পোপ হলেন আর্জন্টিনার জর্জ মারিও বেরগোগলিও। তিনি পোপ হিসেবে ফ্রান্সিস নামটি বেছে নেন। নব নিযুক্ত পুণ্যপিতা প্রথম দর্শন ও ভাষণে অনেকের মন কেড়ে নিয়েছেন। তাঁর নম্রতা ও আত্মিক উদারতা্র উদ্ভাস প্রথম দিনই পরিলক্ষিত হয়েছে। ১ম অ-ইউরোপীয় পোপ হিসেবে তিনি ইতিহাসে নতুন অধ্যায় শুরু করলেন। জেসুইট সম্প্রদায় হতে তিনিই প্রথম পোপ হিসেবে নির্বাচিত হলেন। তিনি জনগণের বিশপ ছিলেন এবং জনগণের পোপ হয়ে উঠবেন। পাপা, তুমি দীর্ঘজীবি হও।
Comments
Post a Comment