বাসায় যাবার পর জানলাম আসল ঘটনা!
- Get link
- X
- Other Apps
বিকালে এক আপু ফোন দিল। বিমানবালা।
এয়ারপোর্টের এক কর্মকর্তার বাসায় যেতে হবে।
পিসিতে কি প্রব্লেম হয়েছে।
বাসায় যাবার পর জানলাম আসল ঘটনা!
ইদানিং পিসিতে ব্রাউজার ওপেন করলেই একটা পর্ণসাইট
ওপেন হচ্ছে। তাছাড়া গুগল সার্চে কিছু লিখতে গেলেই দু'তিন
টা ওয়ার্ড লেখার আগেই অনেকগুলো এক্স রেটেড কী-ওয়ার্ড
এসে সাজেশন দিচ্ছে।
ঐ কর্মকর্তার ক্লাস সিক্স পড়ুয়া এক বাচ্চা আছে।
সারাদিন গেম আর ইন্টারনেট নিয়ে পড়ে থাকে।
কর্তা রাতে বাসায় ফিরলে তারপর উনি পিসিতে বসেন।
পোলার বাপ-মার ধারণা পোলা ইন্টারনেটে বসে এসব
দেখে আর ঐসব সাইটে যায় তাই পিসির এই অবস্থা...
পোলার মা আর আপুকে পাশের
রুমে পাঠিয়ে দিয়ে কাজে নেমে পড়লাম। ব্রাউজিং আর সার্চ
হিস্ট্রি চেক করতে গিয়ে বুঝলাম কামডা পোলার নয়, পোলার
বাপের!
কারন যেসব ওয়েবসাইট ব্রাউজ করা হয়েছে এবং যেসব কী-
ওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছে ঐ কী-ওয়ার্ডগুলো ক্লাস
সিক্সে পড়ুয়া বাচ্চার জানার কথা নয়। পরে পোলার বাপের
কিছু কথা শুনে আরো নিশ্চিত হলাম।
ব্রাউজিং আর সার্চ হিস্ট্রি+কুকি সব ডিলিট করলাম।
ব্রাউজারের হিস্ট্রি মনে রাখার অপশন বন্ধ করে দিলাম।
তারপর কে নাইন সেটাপ দিয়ে পাসওয়ার্ড মেরে দিলাম।
উনাকে নিশ্চিত করলাম এখন থেকে এই পিসিতে আর কোন
পর্ণসাইট ওপেন হবেনা এবং সার্চ করলেও কোন রেজাল্ট
দেখাবেনা।
পোলার বাপেরে বললাম-এখন যে কোন একটা পর্ণ
সাইটে ঢোকার চেষ্টা করেন কিংবা সার্চ করে দেখেন তো!
বিফল হয়ে দেখলাম উনার মুখটা একটু কালো হয়ে গেল।
বাসায় ফেরার পর একটু আগে ফোন দিয়ে বলছেন-
দুই-তিনটা ওয়েবসাইট খোলা রাখা যায়না?!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment