বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হতে জানে
গতকাল মধ্যরাত। আমার গ্রুপের 'নির্ধারিত কাজ' তখন প্রায় শেষ। ৬৩০ ফুট গ্রিডিং আর চকিং করে টাইমলাইনে একাত্তরের বাকি দিনগুলো পার হয়ে আমরা, এক কিলো রাস্তার শেষে 'বিজয় দিবস'-এর জন্য নির্ধারিত 'গোল চত্বর'-এ পৌঁছালাম। শরীর ছিল বিদ্ধস্ত। দাড়িয়ে থাকার মতো শক্তি অবশিষ্ট ছিলো না। তবে মনে ছিলো বিজয়ের কাছাকাছি চলে আসার আনন্দ, বিজয়কে অর্জন করার অসামান্য স্প্রীহা। এমন অবস্থায় সহস্র ভাগের এক ভাগ হলেও 'বিজয়' দেখেছি আমি, ফিরে গিয়েছি ইতিহাসে - অনুভব করেছি একাত্তরের ডিসেম্বরের দিনগুলোর অনুভুঁতি, সামান্য হলেও...
বিশ্বের দীর্ঘতম রোড পেইন্টিং রেকর্ডের জন্য নয় - নিশ্চই এরকম অমূল্য আর শিহরণ-জাগানিয়া অনুভুঁতিতে বাংলাদেশের ইতিহাসকে অনুভব করার জন্য করছি...
বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হতে জানে, হতে পারে।
আগামীকাল বিজয় অর্জিত হবে - জয় বাংলা!
Comments
Post a Comment