তুমি নেই

তুমি নেই,
জানি তুমি ফিরে আসবেনা কখনো,
হইতো অনেক কষ্টের মাঝে পাবোনা তোমার সান্তনা,
তোমার হাসিতে লুকানো থাকবেনা_ খুব গোপনে লালন করা আমার কষ্ট গুলো,

... ... তবু আমি জানি,
আমি তোমাকে ভালোবেসে যাব ,
কারন তুমি না থাকলেও_______
তোমার ভালবাসা আমার সাথে থাকবে
প্রতিটি মুহূর্ত, প্রতিতি সময়......


Comments

Popular posts from this blog

Arduino and MQ 2 gas sensor

Arduino Sound Sensor Module / Sound Sensor with arduino Code