জোকস


একদিন একটি বিমান মানসিক অসুস্থ (পাগল) দের বহন করে চিকিৎসার জন্য একদেশ থেকে অন্যদেশে নিয়ে যাচ্ছিলো।
পুরো বিমানটিতে পাগলগুলো চিৎকার করে শব্দ-দূষণ
করছিলো এবং এতে পাইলট এর প্লেন চালাতে খুবই অসুবিধা হচ্ছিলো।

হঠাৎ করে একটি পাগল কিভাবে যেন
পাইলট এর কেবিনে ঢুঁকে পড়লো।

পাগলটি পাইলটকে বলল,

পাগলঃ ভাই তুমি কিভাবে প্লেন চালাও আমারে একডু শিখায় দাও। আমি কালকেই একডা প্লেন কিন্না নিজে চালায়া লং ড্রাইভে যামু।

পাইলটঃ আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে।

পাগলঃ কি শর্ত?

পাইলটঃ আপনি যদি আপনার বন্ধুদের শান্ত করে এই প্লেনে হওয়া শব্দ-দূষণ বন্ধ করতে পারেন। আমার প্লেন চালাতে অনেক সমস্যা হচ্ছে।

পাগলঃ আচ্ছা ঠিক আছে।

[১০ মিনিট পরে প্লেন একদম শান্ত!!]

পাগল এসে পাইলটকে বলল,

পাগলঃ হ্যা ভাই, এখন শিখান।

পাইলটঃ Wow!! খুবই চমৎকার :) আপনি কিভাবে উনাদের শান্ত করলেন?








পাগলঃ আমি গিয়া প্লেন এর দরজা খুইল্লা সবাইরে কইলাম ” কেও এখানে শব্দ কইরো না, যাও সবাই বাহিরে গিয়া খেলোগা” :P

Comments

Popular posts from this blog

Learning to Pray

Arduino and MQ 2 gas sensor