কিছু কথা

যার বেঁচে থাকার কথা ছিল, সেই মানুষটা বেঁচে থাকতে থাকতেও কেমন টুপ করে চলে গেল! যে শাহীনার (মতান্তরে শাহানা) জন্য গতকাল সারাটা দিন যুদ্ধ করলেন ৪জন উদ্ধারকর্মী, তাদের ৩জনকেই হাউমাউ করে কাঁদতে দেখা গেল। শাহীনার স্বামী নেই, তার কেবল একটি ফুটফুটে সন্তান ছিল, সেই সন্তানটার জন্যই শুধু বাঁচতে চেয়েছিল সে!

জীবনে বেঁচে থাকাটাই যখন একটা বড় মিরাকল, তখন আমরা কত কিছু নিয়েই না অভিযোগ করি- কেন বাবা-মায়েরা সারাদিন বকে, কেন গাধার খাটুনি একা আমাকেই খাটতে হয়, চাকরিতে কেন প্রমোশান হয় না, সম্পত্তির ভাগ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে আমাকে, ভালোবাসার মানুষটা আগের মত করে কেনই বা আর ভালোবাসে না...কত কত অভিযোগ আমাদের তাই না?

** বাইরে ঝড়ো বাতাস হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে; সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে কোন একলা মানুষ হয়তো নীরবে কাঁদবে, নতুন প্রেমে পড়া কোন ষোড়শী হয়তোবা হাসবে একা একা...আমি মনে মনে বলব, 'হে আমার সৃষ্টিকর্তা, দিনশেষে আমায় তুমি বাঁচিয়ে রেখেছ, এই আমার পরম পাওয়া!' **

Comments

Popular posts from this blog

Learning to Pray

Arduino and MQ 2 gas sensor