Arif Jebtik
শ্রমিক হত্যার প্রতিবাদে হরতাল, বিক্ষোভ, জমায়েত-এটা হাউয়াই মিঠাইর মতো উড়ে যাবে। দাবিগুলো স্পেসিফিক করা প্রয়োজন। আমার কিছু প্রস্তাব:
১. বৃহত্তর ঢাকার শিল্পাঞ্চলগুলোকে রাজউকের আওতায় নিয়ে আসা, ইউনিয়ন পরিষদের এইট পাশ সেক্রেটারির এপ্রুভাল দেয়ার ক্ষমতা রহিত করা।
২. শিল্পপুলিশের মতো ভ্রাম্যমান শিল্প আদালত তৈরি করে শ্রম ও কারখানা আইন, ইমারত নির্মান আইনের কঠোর বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা।
৩. দেশের সব গার্মেন্ট শ্রমিকের সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করা, চাকুরি পরিবর্তনের ক্ষেত্রে যার তথ্য ইন্টারনেটে আপডেট করা প্রতিটি গার্মেন্ট ফ্যাক্টরির জন্য বাধ্যতামূলক করা হবে। এতে করে কে কোথায় কাজ করছেন, তার বিস্তারিত দ্রুত জানা যাবে।
৪. সকল শ্রমিকের জন্য গ্রুপবীমা চালু করে সেটার প্রিমিয়াম দিতে ঐ শিল্পের মালিককে বাধ্য করা।
৫. ভবন ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছাকৃত অবহেলার অপরাধের ক্ষেত্রে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করা।Arif Jebtik
১. বৃহত্তর ঢাকার শিল্পাঞ্চলগুলোকে রাজউকের আওতায় নিয়ে আসা, ইউনিয়ন পরিষদের এইট পাশ সেক্রেটারির এপ্রুভাল দেয়ার ক্ষমতা রহিত করা।
২. শিল্পপুলিশের মতো ভ্রাম্যমান শিল্প আদালত তৈরি করে শ্রম ও কারখানা আইন, ইমারত নির্মান আইনের কঠোর বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা।
৩. দেশের সব গার্মেন্ট শ্রমিকের সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করা, চাকুরি পরিবর্তনের ক্ষেত্রে যার তথ্য ইন্টারনেটে আপডেট করা প্রতিটি গার্মেন্ট ফ্যাক্টরির জন্য বাধ্যতামূলক করা হবে। এতে করে কে কোথায় কাজ করছেন, তার বিস্তারিত দ্রুত জানা যাবে।
৪. সকল শ্রমিকের জন্য গ্রুপবীমা চালু করে সেটার প্রিমিয়াম দিতে ঐ শিল্পের মালিককে বাধ্য করা।
৫. ভবন ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছাকৃত অবহেলার অপরাধের ক্ষেত্রে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করা।Arif Jebtik
Comments
Post a Comment