Arif Jebtik
কে বেশি করেছে কে কম করেছে-এসব কূটতর্ক মুলতবি থাক। একটা দুমড়ে মুচড়ে যাওয়া কংক্রিট স্তুপের মধ্য থেকে আড়াই হাজার, (ভুল পড়েননি) হ্যা, আড়াই হাজার জীবিতকে উদ্ধার করার কৃতিত্বটা আর কয়টা আছে। বাঙালি একাই একশ, আর যদি ঘটনাচক্রে কখনো কখনো একশ বাঙালি এক হয়ে যায়-তাহলে তো কথাই নেই। দুর্যোগে দুঃসময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই..প্রত্যেকে আজ দেশের তরে..
Comments
Post a Comment