আমার পথের সিড়ি
“এবং দেখি সকালের আলো আমার দরোজার পাশে এসে ঠুকরে খাচ্ছে এই মহাকালের পথ,
যেখানে আমার নগ্ন মলিন পা এখনো বেহিসেবি পথচলায় ব্যস্ত,
আমার দীর্ঘ পৃথিবীর কাছে সেই না দেখার আকুলতায় দেখছি একটি গাংচিল উরে আসছে এইতো আমার পথের সিড়ির আবডালে ।।”
যেখানে আমার নগ্ন মলিন পা এখনো বেহিসেবি পথচলায় ব্যস্ত,
আমার দীর্ঘ পৃথিবীর কাছে সেই না দেখার আকুলতায় দেখছি একটি গাংচিল উরে আসছে এইতো আমার পথের সিড়ির আবডালে ।।”
Comments
Post a Comment