আজ বৃষ্টিতে ভিজলাম
অনেকদিন পর আজ বৃষ্টিতে ভিজলাম ।
বৃষ্টির ফোঁটাগুলো যখন আমার গায়ে পড়ছিল , বারবার ভাবছিলাম তোমাকে।
তোমাকে নিয়ে আমি কখনই বৃষ্টিতে ভিজি নি ,
হয়তো ভিজতেও পারবো না কিন্তু আমি তো স্বপ্নবিলাসী ।
তোমার হাত জড়িয়ে বৃষ্টিতে ভেজার স্বপ্ন আঁকি বারবার । জানি কখনো পূরন হবে না তবুও বারবার স্বপ্ন গড়ি ।
তাইতো বৃষ্টিতে এলে মনটা আনমনে হয়ে যায় । ভেজার সময় নিজের অজান্তেই চোখের অশ্রু মিশে যায় বৃষ্টির সাথে ।
কেউ দেখে না এই নীরব বর্ষন , সঙ্গী থাকে শুধু বৃষ্টির ফোঁটাগুলো...
Writer : Nil Akasher Doorbin
বৃষ্টির ফোঁটাগুলো যখন আমার গায়ে পড়ছিল , বারবার ভাবছিলাম তোমাকে।
তোমাকে নিয়ে আমি কখনই বৃষ্টিতে ভিজি নি ,
হয়তো ভিজতেও পারবো না কিন্তু আমি তো স্বপ্নবিলাসী ।
তোমার হাত জড়িয়ে বৃষ্টিতে ভেজার স্বপ্ন আঁকি বারবার । জানি কখনো পূরন হবে না তবুও বারবার স্বপ্ন গড়ি ।
তাইতো বৃষ্টিতে এলে মনটা আনমনে হয়ে যায় । ভেজার সময় নিজের অজান্তেই চোখের অশ্রু মিশে যায় বৃষ্টির সাথে ।
কেউ দেখে না এই নীরব বর্ষন , সঙ্গী থাকে শুধু বৃষ্টির ফোঁটাগুলো...
Writer : Nil Akasher Doorbin
Comments
Post a Comment