Posts

Showing posts from March, 2013

I l0ve y0u

Image

কাচা আম কে কে খেতে ভালবাসেন

Image
কাচা আম কে কে খেতে ভালবাসেন

Fashion

Image
Fashion

এক বছর পর

ব্রেকআপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন করল ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হল কেননা এক বছরের মধ্যে ছেলেটি কোন দিন মেয়েটিকে ফোন দেইনি বরং মেয়েটি ফোন করলে তাকে যা নয় তা বলে অপমান করত যাই হোক মেয়েটি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করল............ ছেলেঃ হ্যালো মেয়েঃ হা বল কি বলবা কেন ফোন করেছ ছেলেঃ তুমি কেমন আছো জানার জন্য মেয়েঃ কেন আমি কেমন আছি তা জেনে তুমি কি করবে ছেলেঃ বলনা খুব জানতে ইচ্ছা করছে মেয়েঃ কেমন আছি বলতে পারব না তবে এইটুকু বলতে পারি তোমার জন্য এখন আর চোখের জল ঝরে না, মাঝরাতে তোমার কথা ভেবে এখন আর ঘুম ভাঙ্গে না, তোমার জন্য বুকের ভিতর সেই চিনচিনে ব্যাথাটা এখন আর অনুভব করিনা, তোমাকে ছাড়া একা একা পথ চলতে এখন আর ভয় লাগে না আর এর নাম যদি হয় ভালো থাকা তবে ভালো আছি তোমাকে ছাড়াই আমি ভাল আছি। ছেলেঃ ও তাই ঠিক আছে ভালো থেকো। এই কথা বলে ছেলেটি লাইনটা কেটে দিল। ছেলেটি লাইন কাটার সাথে সাথে মেয়েটির দুচোখ বেঁয়ে জল ঝরতে লাগল যা প্রতিরোধ করা গেল না বা প্রতিরোধ করতে চাইল না সে।মেয়েটি তখন মনে মনে বলল তুমি এখনও আগের মতই আছো আগে যেমন আমার মুখের কথা বিশ্বাস করতে আমার মনের কথা বুজতে ন...

এক বছর পর

ব্রেকআপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন করল ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হল কেননা এক বছরের মধ্যে ছেলেটি কোন দিন মেয়েটিকে ফোন দেইনি বরং মেয়েটি ফোন করলে তাকে যা নয় তা বলে অপমান করত যাই হোক মেয়েটি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করল............ ছেলেঃ হ্যালো মেয়েঃ হা বল কি বলবা কেন ফোন করেছ ছেলেঃ তুমি কেমন আছো জানার জন্য মেয়েঃ কেন আমি কেমন আছি তা জেনে তুমি কি করবে ছেলেঃ বলনা খুব জানতে ইচ্ছা করছে মেয়েঃ কেমন আছি বলতে পারব না তবে এইটুকু বলতে পারি তোমার জন্য এখন আর চোখের জল ঝরে না, মাঝরাতে তোমার কথা ভেবে এখন আর ঘুম ভাঙ্গে না, তোমার জন্য বুকের ভিতর সেই চিনচিনে ব্যাথাটা এখন আর অনুভব করিনা, তোমাকে ছাড়া একা একা পথ চলতে এখন আর ভয় লাগে না আর এর নাম যদি হয় ভালো থাকা তবে ভালো আছি তোমাকে ছাড়াই আমি ভাল আছি। ছেলেঃ ও তাই ঠিক আছে ভালো থেকো। এই কথা বলে ছেলেটি লাইনটা কেটে দিল। ছেলেটি লাইন কাটার সাথে সাথে মেয়েটির দুচোখ বেঁয়ে জল ঝরতে লাগল যা প্রতিরোধ করা গেল না বা প্রতিরোধ করতে চাইল না সে।মেয়েটি তখন মনে মনে বলল তুমি এখনও আগের মতই আছো আগে যেমন আমার মুখের কথা বিশ্বাস করতে আমার মনের কথা বুজতে ন...

Love

Image
May Be I'm Too Late To Be Your First But Right Now I'm Preparing Myself To Be Your Last...!!!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাএ যখন রিকশা চালক !!!

Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাএ যখন রিকশা চালক ‘রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিকশা চালাই।’ রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এ কথাগুলো বললেন মো. মনিরুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এই শিক্ষার্থী প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের ও ছোট দুই বোনের পড়াশেনার খরচ যোগাড় করছেন। গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী প্রতিবেদককে জীবন যুদ্ধের এই গল্প শোনান। মনির জানান, রাজশাহীতে নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী প্রাইভেট পড়ালেও মাসে দুইশ টাকার বেশি পাওয়া যায় না। অথচ ঢাকায় প্রতিদিন রিকশা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন। মনির বলেন, ‘এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয়। কিন্তু সৎ পথে থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি।’ এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বোনদের বিশ্ববিদ্যালয়ে ‘অনার্স’ পড়াতে পারেননি। বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ‘ডিগ্রি’ পড়ছেন। এসএসসি পাশ করার পরই মনির প্রতি মাসের ...

ফুল

Image
এই ফুল ভালবাসেন কে কে ????

রতিটি শিশুর হাসিই সুন্দর

আচ্ছা এটা কি খেয়াল করে দেখেছ...প্রতিটি শিশুর হাসিই সুন্দর...যখন তারা হাসে চারপাশ আলোকিত হয় উঠে...কিন্তু যতই আমরা বড় হতে থাকি...সেই সুন্দর হাসিটা কোথায় জানি ধিরে ধিরে হারায় যায়...আসলে আমারা অনেক পাপ করিতো... আত্মার ক্ষয় করে ফেলি...তবে কিছু মানুষ আছে যাদের আত্মার ক্ষয় হয় না...তাদের হাসিতে চারপাশ আলোকিত হয় উঠে...এইসব মানুষদের স্বানিধ্যে থাকলে ক্ষয়ে যাওয়া আত্মার কিছু পূরণ হয়...

Linkin Park Lovers

Image
Chazzy ♥

Veet Bangladesh

Image
Win exclusive DIAMOND Rings!!! ...turn into beautiful Angels & WIN!! Click Now!! --> http://www.facebook.com/ veetbd/app_517566544932668

বৃষ্টি মানে

বৃষ্টি মানে —মোফাজ্জল করিম বৃষ্টি মানেই বুকের ভেতর কর্ষিত মাঠ ওলোট পালোট। হালট ডালট উপচে ওঠার ভরা কটাল। বৃষ্টি মানেই সর্ষ ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ। নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ণ। বৃষ্টি মানে শুভ্র তনু, উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ, অষ্টপ্রহর পলকবিহীন দেখছি কেবল, দেখছি কেবল। বৃষ্টি মানেই টেনে টুনে একটি কাথায় সহমরণ। বৃষ্টি মানেই নষ্ট প্যাঁচ এক ট্যাপ গড়িয়ে অথৈ পুকুর দুঃখবিলাস। কখনও বা দুঃখ ঝরে টাপুসটুপুস ভীষণ গোপন। বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর।

No