মা

গল্পঃ মা ৩
এক বাচ্চা ছেলে তার মাকে কাঁদতে দেখে প্রশ্ন করলো “মা তুমি কাঁদছ কেন??
মাঃ “কারন আমি একজন মহিলা”
ছেলেঃআমি বুঝতে পারলাম না!!
মা তাকে জড়িয়ে ধরলেন আর বললেন” তুমি বুঝতেও পারবেনা!”
এর পর ছেলেটি তার বাবার কাছে গিয়ে জিগ্যেস করলো “ বাবা!! মেয়েরা কারন ছাড়া কাঁদে কেন?
বাবা শুধু এটাই বলতে পারলেন “ মেয়েরা এমনি! তারা কারন ছাড়াই কাঁদে!!
এই উত্তরেও ছেলেটি সন্তুষ্ট হতে পারলনা এরপর সে একজন জ্ঞানী লোককে এক ই প্রশ্ন জিগ্যেস করলো
সেই জ্ঞানী লোকের উত্তর “ যখন সৃষ্টিকর্তা মেয়েদের কে সৃষ্টি করেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েরা হবে বিশেষ একজন!! “ তিনি তার কাধ কে এমন শক্তিশালী করলেন যা সমস্ত পৃথিবীর বোঝা বহন করতে পারে অপর দিকে তার বাহুর আলিঙ্গন কে করলেন কুসুম কোমল যা মমতার আলিঙ্গনে জড়িয়ে রাখে!! এর পর সৃষ্টিকর্তা তার মধ্যে অন্তর্নিহিত শক্তি প্রদান করলেন যা তাকে সন্তান জন্মদান এর মত কষ্টকর কাজ সহ্য করর ক্ষমতা দিল আর এর সাথে সকল প্রকার কষ্ট সহ্য করার শক্তি!
আল্লাহ তাকে সামর্থ্য দিলেন কোন প্রকার অভিযোগ ছাড়া পরিবার ও সকল বন্ধুদের কে কোন প্রকার অভিযোগ না করেই সেবা করার!! আল্লাহ তাকে তার সন্তানের প্রতি অপরিসীম ভালোবাসা দান করলেন এবং তাকে সংবেদনশীল করে দিলেন যেন সব সময় তিনি তার সন্তানকে আলবাসেন এমনকি সন্তান তাকে যদি কষ্ট দেয় তবুও!! আল্লাহ তাকে স্বামীর প্রতি যত্ন নেয়ার শক্তি দিলেন যদি তার স্বামীর কোন খুত থাকে তবুও। এই সকল কঠিন কাজের জন্য দিলেন “কান্নার আশ্রয়” এটা তার যখন প্রয়োজন ব্যাবহার করার আর এটা তার একমাত্র দুর্বলতা যখন তুমি তাকে কাঁদতে দেখ তাকে জানিয়ে দাও তুমি তাকে কতটা ভালবাস আর সবার জন্য সে কতটুকু করে।

Comments

Popular posts from this blog

Learning to Pray

Arduino and MQ 2 gas sensor